সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / চকরিয়া-লামা সীমান্তে বন্যহাতির আক্রমণে হাইয়েস চালকের মৃত্যু

চকরিয়া-লামা সীমান্তে বন্যহাতির আক্রমণে হাইয়েস চালকের মৃত্যু

Animal - 6 (Elephent)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের চকরিয়া-লামা উপজেলার সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণে মো: ওসমান গণি (৩৫) নামের এক হাইয়েস চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর রাত ৪ টার দিকে উপজেলা চকরিয়া সীমান্তবর্তী লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওসমান গণি একই ইউনিয়নের বামহাতি ছড়া গ্রামের মো.শফির ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে হাইয়েস চালক ওসমান চকরিয়া উপজেলার মালুমঘাট বাজার থেকে পায়ে হেঁটে অপর এক ব্যক্তিসহ নিজ বাড়ি বামহাতিছড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে একটি বন্যহাতির সামনে পড়ে যায় তারা। এসময় ওই বন্যহাতি ওসমানকে শুড় দিয়ে আছাড় মারে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সাথে থাকা অপর ব্যক্তি পালিয়ে প্রাণে রক্ষা পায়। খবর পেয়ে স্থানীয় লোকজন এসে নিহত ওসমানের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়।

এ ব্যাপারে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির আক্রমণে নিহত ওসমান গণির লাশ জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/