সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগের প্রধান সড়ক প্লাবিত : যান চলাচলে মহাদূর্ভোগ

চট্টগ্রাম-কক্সবাজার যোগাযোগের প্রধান সড়ক প্লাবিত : যান চলাচলে মহাদূর্ভোগ

এম আবুহেনা সাগর; দোহাজারী থেকে …

সপ্তাহ ধরে টানা ভারী বর্ষণে চট্টগ্রাম কক্স বাজার মহাসড়ক প্লাবিত হওয়ায় যান চলাচলে দূর্ভোগ আর দূর্গতিতে পড়েছেন চালকরা। যে কোন মুহুর্তে অপ্রীতিকর ঘটনার আশংকাও প্রকাশ করেন যাত্রীরা।

দেখা যায়, চট্রগ্রামের দোহাজারী দেওয়ান হাটের পাশ্বর্বতী কসাই পাড়া নামক স্থানে চট্টগ্রাম কক্সবাজার যাতায়াতের প্রধান যোগাযোগ সড়কের উপর পানি চলাচলের কারনে উভয়মুখী দুর পাল্লার পরিবহন এবং স্থানীয় যানবাহন চালাতে গিয়ে নিদারুন কষ্টসহ ভোগান্তিতে পড়েছে।

১৩ জুলাই দুপুরের দিকে চট্টগ্রাম যাওয়ার পথে এমন দৃশ্য চোখে পড়ে এ গণমাধ্যমকর্মীর চোখে। একদিকে মহাসড়কে পানি অতিক্রম করে যান বাহন চলাচল করছে, অন্যদিকে স্থানীয় লোক জন পাঁয়ে হেটে এদিক-ওদিক চলাফেরা হাটু পরিমাণ পানি পেরিয়ে। দু সমস্যায় জর্জরিত সাধারণ লোকজন ও যানবাহনের যাত্রীরা।

তবে এসআলম পরিবহনের কজন যাত্রীরা আড়াই বা তিনঘন্টার পথ চার থেকে সাড়ে চারঘন্টা পার হয়ে যাওয়ার পথে। সড়ক পথে অসংখ্য বড় বড় গর্ত বা বৃষ্টির পানি জমে যানবাহন চলাচলকে ব্যাহত করছে বলেও জানান। তারা সড়কের খানা খন্দকগুলো সংস্কারের দাবী জানিয়েছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/