সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / জেলাব্যাপী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি

জেলাব্যাপী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোনের ব্যবহার বৃদ্ধি

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :

কক্সবাজার জেলাব্যাপী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ফোনের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাওয়ায়, উচ্চ মাধ্যমিকস্তর ছাড়াও নিম্ম মাধ্যমিক, মাধ্যমিক এমনকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও হরেক রকমের মোবাইলফোন ব্যবহারের প্রবণতার ফলে বিদ্যালয়ে পড়ুয়া কোমলমতি শিশু-কিশোরেরা নানা অপরাধ অপকর্মে জড়িয়ে যাচ্ছে। তাই তারা শিক্ষার প্রতি মনোযোগ হারিয়ে অন্যজগতে হাবুডুবু খাচ্ছে।

দেখা যায়, কক্সবাজার জেলার পার্শ্ববতী আট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে হাতে হরেক রকমের মোবাইল ফোন বললে চলে। উল্লেখিত উপজেলায় বিভিন্ন এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসীরা নাগরিক সুযোগ সুবিধা, সন্তানদের লেখা-পড়া ও নিরাপত্তার দিকে লক্ষ্য রেখে অনেকে মোবাইল ফোন ব্যবহার করছে। এমনকি প্রবাসীর ঘরে প্রতিজনে মোবাইল ফোনও রয়েছে। ফোনগুলো পরিবার প্রধান ছাড়াও সন্তানদের বায়নার কারণে তাদের হাতেও দেওয়া হয়েছে দামি মোবাইল সেট। ফোন ব্যবহারকারী কিশোরেরা বেশী ভাগই কোন না কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী।

উচ্চ মাধ্যমিকস্তরের শিক্ষার্থীদের হাতে ফোন তো আছেই। নিম্ম মাধ্যমিকসহ প্রথমস্তরের শিক্ষার্থীদের হাতেও ফোন রয়েছে। এসব শিক্ষার্থীরা ক্লাসে, প্রাইভেটে ও কোচিং করার ওযুহাত দেখিয়ে নানা বিনোদন কেন্দ্রে চলে যায় অনায়াসে। আবার এসব শিক্ষার্থীরা নিরাপদ স্থান তথা রেস্তোরা কিংবা ষ্টুডিওকে বেছে নিচ্ছে। এইসব স্থানে বসে শিক্ষার্থীরা ক্লাস ফাকি দিয়ে ঘন্টার পর ঘন্টা অযথা আড্ডায় মেতে উঠে এমন অভিযোগ সচেতন মহলের।

বিদেশের কষ্টাজিত এসব টাকা পেয়ে গৃহবধু ও সন্তান সন্তনিরা মোবাইল ফোনের প্রযুক্তি আধুনিক সুবিধা পেতে বিপদগামি হচ্ছে। অনেকে অপ্রাপ্ত বয়সে প্রেমের সম্পর্ক গড়ে তুলছে বলে অহরহ অভিযোগ। তাই মোবাইল ফোন ব্যবহারের উপর বিশেষ করে শিক্ষার্থীদের বিষয়ে নজর রাখা দরকার বলে মনে করেন সচেতন মহল।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/