সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন


বার্তা পরিবেশক :

কক্সবাজার জেলা অফিসের উদ্যোগের মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। ১৫ মার্চ বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মাঠে হকি প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম,এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া উন্নয়নে সরকার যেমন কাজ করছে তেমনি বিভিন্ন প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে। কারন ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল ভূমিকা রাখতে পারলে দেশের সুনাম যেমন বয়ে আসবে তেমনি খেলোয়াড়রাও খ্যাতি অর্জন করবে। শুধু তাই নয় একজন ভাল খেলোয়াড় হতে পারলে তার আর পেছনে ফিরে তাকাতে হবেনা। সুনামের পাশাপাশি প্রচুর অর্থ উপার্জন হবে। তাই তিনি প্রত্যেক খেলোয়াড়কে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার নব নির্বাচিত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ক্রীড়াঙ্গনে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির উজ্জ্বল ভূমিকা রয়েছে। জেলায় একমাত্র হকি দল রয়েছে এই স্কুলের। এছাড়া জাতীয় ক্রিকেট দলে এই স্কুলের ২ জন তারকা। তিনি বলেন, যে স্কুলের দায়িত্বে রয়েছেন এম.এম সিরাজুল ইসলাম, সেই স্কুলতো ক্রীড়াঙ্গনে উজ্জ্বল ভূমিকা রাখবে। কারণ সিরাজ স্যার একজন ক্রীড়ামোদি, ক্রীড়ার পৃষ্টপোষক। শুধু স্কুল নয় কক্সবাজারের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তার ভূমিকা উজ্জ্বল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মো: আফাজ উদ্দিন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল বিশু, কক্সবাজার প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য আলী রেজা তসলিম।

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির ক্রীড়া শিক্ষক আবুল কাশেম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সহকারি প্রধান শিক্ষক আবদুল মালেক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/