সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ইতালি যেন মৃত্যুপুরী, একদিনেই করোনা কেড়ে নিল ৩৬৮ প্রাণ

ইতালি যেন মৃত্যুপুরী, একদিনেই করোনা কেড়ে নিল ৩৬৮ প্রাণ

ইতালিতে করোনা আক্রান্ত হয়ে একদিনে নতুন করে আরও অন্তত ৩৬৮ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার ৮০০ জন। আক্রান্ত প্রায় ২৪ হাজার ৭৫০ জন।

দেশব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় এবার বন্ধ করে দেয়া হলো ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো। ইতালির জাহাজ নির্মাণ শিল্পের প্রায় ২০ শতাংশের উপরে মালিকানা প্রবাসী বাংলাদেশিদের।

ইতালিতে এবার দুই সপ্তাহের জন্য বন্ধ করে দেয়া হলো বড় বড় সব শিল্প প্রতিষ্ঠান। সোমবার থেকে আগামী ২৯ মার্চ পর্যন্ত তা বন্ধ থাকবে। উত্তর ইতালির মদেনায় অবস্থিত ফেরারি, ভেনিস, মন ফালকনে, নাপলী, আনকোণায় অবস্থিত খ্যাতিমান জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানগুলোসহ সমগ্র ইতালির অধিকাংশ ভারী শিল্প প্রতিষ্ঠান এর আওতায় পড়েছে।

দেশটিতে জাহাজ নির্মাণ শিল্পের প্রায় ২০ শতাংশের উপরে মালিকানা বাংলাদেশি প্রবাসীদের। বিলিয়ন ইউরোর এসব প্রতিষ্ঠানে সমগ্র ইতালিতে কর্মরত প্রায় ১৫ হাজারেরও বেশি বাংলাদেশি।

এখন কারখানা বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের পাশাপাশি বাংলাদেশিদেরও থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/