সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঝিনুকমালা খেলাঘরের উদ্যোগে দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঝিনুকমালা খেলাঘরের উদ্যোগে দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বার্তা পরিবেশক :

জাতীয় শিশু-কিশোর সংগঠন ঝিনুকমালা খেলাঘর আসরের উদ্যোগে দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা-২০১৭ সম্পন্ন হয়েছে। ১৪ অক্টোবর কক্সবাজার মোহাজের পাড়াস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী নৃত্য প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।

এতে প্রশিক্ষণ প্রদান করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শিল্পী লায়লা হাসান, প্রধান অতিথি ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপিকা মাহাফুজা খানম, বিশেষ অতিথি খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম জহির, খেলাঘর বিভাগীয় সম্পাদক রেজাউল কবির রেজা, খেলাঘর কক্সবাজার জেলা সভাপতি আবুল কাশেম বাবু, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, ঝিনুকমালা খেলাঘরের সাবেক সভাপতি আশরাফুল হুদা ছিদ্দিকী জামসেদ, খেলাঘর জাতীয় পরিষদ সদস্য এম জসিম উদ্দিন, ওয়াহিদ মুরাদ সুমন, সৈকত খেলাঘর আসরের উৎফলা বড়ুয়া, সিমুনিয়া খেলাঘরের বুলবুল জান্নাত।

সার্বিক দায়িত্বে ছিলেন ঝিনুকমালা প্রশিক্ষণ একাডেমী পরিচালক ডা: চন্দন কান্তি দাশ, রীতা দাশ, প্রশান্ত মিত্র, সেজুতি শর্মা, আরাফাত সাইফুল আদর, মো: নাছির উদ্দিন, কানিজ ফাতেমা সুমি, নয়ন চক্রবর্তী, দীপা দাশ, জয় চক্রবর্তী, সুজয় পাল, প্রিতম পাল প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনুকমালা খেলাঘরের সভাপতি সুবিমল পাল পান্না ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক দীপক শর্মা দীপু।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ৩২ জন প্রশিক্ষণার্থী সবাইকে সনদ পত্র প্রদান করা হয়।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/