সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার : বাইশারী ইউপি ভবন নির্মাণের কার্যাদেশ বাতিলের দাবি

ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রভাব বিস্তার : বাইশারী ইউপি ভবন নির্মাণের কার্যাদেশ বাতিলের দাবি

Tender Box

এম.আর মাহবুব; কক্সভিউ :

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের নব-নির্মিতব্য ভবনের বিতর্কিত টেন্ডার বাতিলের দাবী জানিয়েছেন বাইশারীর সচেতনমহল। এতে সরকারের আনুমানিক ৯ লাখ টাকার রাজস্ব সাশ্রয় হবে।

জানা যায়, এক মাস আগে অনেকটা প্রভাব খাটিয়ে বাইশারী ইউনিয়ন ভবন নির্মাণের ৯৪ লাখ টাকার কাজটি নাইক্ষ্যংছড়ি এলজিইডি থেকে শিমুল এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানটি হাতিয়ে নেয়। যা সরকারী নিয়ম থেকে ৯ লাখ টাকা বেশী।

সূত্র জানায়-টেন্ডার আইডি নং ৩৮৭৭৮ এর কার্যাদেশটি দাখিল করতে সংশ্লিষ্ট ঠিকাদার ইতোপূর্বে মারাত্মক প্রভাব বিস্তার করে। যা নাইক্ষ্যংছড়ি এলজিইডির নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।

নাইক্ষ্যংছড়ি কক্সবাজারের বেশ ক’জন ঠিকাদার ক্ষোভের সাথে বলেন প্রায় কোটি টাকা মূল্যের টেন্ডার সাবমিট হয়েছে প্রভাব বিস্তারের মাধ্যমে। যা সরকারী নিয়ম থেকে অন্তত ৯ লাখ টাকা বেশী। সচেতন মহল মনে করেন নাইক্ষ্যংছড়ি এলজিইডি নিরপেক্ষতার স্বার্থে পুনরায় টেন্ডার আহবান করলে সরকারের অন্তত ৯ লাখ টাকার রাজস্ব সাশ্রয় হবে।

সূত্র জানায় সরকারী কাজটি পুনরায় দরপত্র আহবান করা গেলে অনেক ঠিকাদারী প্রতিষ্ঠান মূল্য ছাড় দেয়ার মাধ্যমে কাজ পেতে আগ্রহী।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/