সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ডাকাতের হাতে নিহত জনির পরিবারকে প্রধানমন্ত্রী ৫ লাখ টাকার অনুদান

ডাকাতের হাতে নিহত জনির পরিবারকে প্রধানমন্ত্রী ৫ লাখ টাকার অনুদান

কামাল শিশির; রামু :

কক্সবাজার জেলার ঈদগাঁও-ঈদগড় সড়কে দুর্বৃত্তদের হামলায় নিহত তরুণ সংগীতশিল্পী জনি দে’র পরিবারের জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। কক্সবাজারের নারী সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের আবেদনের প্রেক্ষিতে এ অনুদান বরাদ্দ দেয়া হয়েছে।

সাংসদ কানিজ ফতেমা আহমেদ জানান, নিহত প্রতিভাবান তরুণ সংগীতশিল্পী জনি দে এর পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা বিবেচনা করে অনুদানের জন্য তিনি প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন করেছিলেন। ইতিমধ্যে তিনি বরাদ্দকৃত ৫ লাখ টাকার অনুদানের চেকও গ্রহণ করেছেন।

নিহত জনির পরিবারকে ৫ লাখ আর্থিক অনুদান দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ কানিজ ফাতেমা আহমদকে ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের সভাপতি সাংবাদিক কামাল শিশির এবং সাধারণ সম্পাদক মাসেদুল হক আরমান ঈদগড়বাসীর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য যে, গত ৮ অক্টোবর দুর্বৃত্তদের ধারালো কিরিচের কোপে প্রাণ হারিয়েছেন কক্সবাজার রামুর ঈদগড়ের তরুণ শিল্পী জনি দে (১৮)। জনি ঈদগাঁও ফরিদ আহমদ কলেজে থেকে এবারে এইস এস সি পরীক্ষার্থী ছিল। ছোটবেলা থেকেই গান গেয়ে আসছেন জনি। শিল্পী হিসেবে সে বেশ জনপ্রিয় ছিলেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের; কক্সভিউ ডট কম; https://coxview.com/press-conference-election-sagar-30-4-24/

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/