সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ডিএসএ সেভেন রিংস্ সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল : রামুকে হারিয়ে রানিং চ্যাম্পিয়ন চকরিয়া ফাইনালে

ডিএসএ সেভেন রিংস্ সিমেন্ট আন্তঃ উপজেলা ফুটবল : রামুকে হারিয়ে রানিং চ্যাম্পিয়ন চকরিয়া ফাইনালে

Sports Football 7 Ringক্রীড়া প্রতিবেদক; কক্সভিউ:

শিরোপার খুব কাছাকাছি চলে গেছে রানিং চ্যাম্পিয়ন চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। ২ নভেম্বর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ১ম সেমির হাই ভোল্টেজ ম্যাচে চকরিয়া টাইব্রেকারে ৩-০ গোলে হট ফেভারিট রামু উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে ফাইনালের টিকেট কনফার্ম করে। দু’সেয়ানের গাজুরি ফুটবলে নির্ধারিত সময় গোল শূন্য ভাবে শেষ হয়। প্রথমার্ধে দু’দলই মধ্যমাঠের নিয়ন্ত্রণ নিতে সাবধানী ফুটবল খেলে। চকরিয়ার অভিজ্ঞ আবছার, নাইজেরিয়ান পিটার, সাগর, জাতীয় তারকা ইব্রাহিমের সাথে রামুর জাহাঙ্গীর, দিদার, মুুকুট ও কৌশিকের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠে। প্রথমার্ধের ১০ ও ২৪ মিনিটে চকরিয়ার চুকা ও আরিফের দুটি দেখারমত গোল প্রচেষ্টা রামুর গোলরক্ষক শামীম দৃঢ়তার সাথে প্রতিহত করেন। দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে রামুর বিদেশী রিক্রুট শিলার চকৎকার হেড চকরিয়া গোলরক্ষক জাতীয় তারকা জিকু অবিশ্বাস্য দক্ষতায় কর্ণারের বিনিময়ে রক্ষা করেন। এর পর পুরো মাঠের নিয়ন্ত্রণ নেয় চকরিয়া।

দ্বিতীয়ার্ধের ১৬ মিনিটে চকরিয়ার চুকার দেখারমত প্রচেষ্টা গোলরক্ষকের দক্ষতায় ভেস্তে যায়। এ অর্ধের ২১ মিনিটে সাগরের ফ্রি কিক সালাউদ্দিনের হেড রামুর গোলবারে লেগে প্রতিহত হয়। খেলার শেষক্ষণে চকরিয়ার পিটারের বুলেট গতির ফ্রিকিক রামুর গোলকিপার শামীম পাঞ্জ করে রুখে দেন। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ড্র হওয়ায় ম্যাচ টাইব্রেকারের গড়ায়। এতে রামুর ক্যামেরুণ রিক্রুট এরিক প্রথম শটটি বাইরে মারেন। কৌশিকের দ্বিতীয় শটটি চকরিয়ার তারকা গোল রক্ষক জিকু ঠেকিয়ে দেয়। আমজাদের তৃতীয় শটটিও বারের অনেক উপর দিয়ে চলে যায়।

অন্যদিকে চকরিয়ার পিটার, বাইজি ও জিকুর শট রামুর নেট খুঁজে পেলে উল্লাসে ফেটে পড়ে চকরিয়ার টিম অফিসিয়াল, খেলোয়াড় ও হাজারো সমর্থক।

এদিকে ম্যাচ শেষে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদী ও সহ-সভাপতি আলমগীর হোছাইন জানান, টাইব্রেকার ভাগ্যের খেলা। এতে আমরা জিতে গেছি। তবে পুরো ম্যাচে প্রতিপক্ষের চাইতে বেটার সুযোগ পেয়েছে চকরিয়া। এবার লক্ষ্য ফাইনাল জিতে হ্যাট্রিক শিরোপার রেকর্ড গড়া। রামুর কোচ জ্যোতির্ম্ময় বড়ুয়া মঙ্গল জানান, প্রথমার্ধে রামু গোছানো ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে অভিজ্ঞতার কারণে মাঠের লড়াইয়ে আমরা পিছিয়ে পড়ি। তবে টাইব্রেকারে যেকোন দলই জিততে পারত। ভাগ্য এবং মিস মহড়ায় আমরা হেরে গেছি।

এদিকে মাঠে উপস্থিত থেকে দু’দলের উপভোগ্য ম্যাচটি উপভোগ করেন, কক্সবাজার সদর-রামু আসনের এমপি, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, রামুর ইউএনও, সেলিনা কাজী, ডিএসএ ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন, অধ্যক্ষ জসিম উদ্দিন ও বিজন বড়ুয়া, সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, যুগ্ম সম্পাদক মাহমুদুল করিম মাদু, টূর্নামেণ্ট কমিটির সম্পাদক এ.কে.এম রাশেদ হোছাইন নান্নু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য যথাক্রমে প্রভাষক জসিম উদ্দিন, রতন দাশ, শাহিনুল হক মার্শাল, আলী রেজা তসলীম, হেলাল উদ্দিন কবির, খালেদ মোঃ আজম বিপ্লব, আজমল হুদা, ওমর ফারুক ফরহাদ, সুবীর বড়ুয়া বুলু প্রমুখ।

উপস্থিত ছিলেন ডিএফএ সভাপতি এম.জাহেদ উল্লাহ সহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদ সদস্যবৃন্দ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক ও কর্মকর্তাবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/