সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / ঢাকায় ইসিবির নিরাপত্তা দল

ঢাকায় ইসিবির নিরাপত্তা দল

Sports -  ECB

আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। তবে বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রয়েছে ইংল্যান্ড। বাংলাদেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঢাকায় এসে পৌঁছেছেন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পর্যবেক্ষক দল।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নিরাপত্তা উপদেষ্টা রেগ ডিকসনের নেতৃত্বে চার দিনের সফরে তিন সদস্যের একটি পর্যবেক্ষক দল আজ ঢাকায় পৌঁছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১.৫৫ মিনিটে প্রতিনিধি দলটি অবতরন করে।

ফিরে গিয়ে রেগ ডিকাসনের নেতৃত্বাধীন নিরাপত্তা পর্যবেক্ষকদল যে প্রতিবেদন দেবে, তার ভিত্তিতেই তাঁদের ক্রিকেট দল বাংলাদেশ সফরে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসিবি। বাংলাদেশ সফরের পর ভারতেও খেলতে যাবে ইংল্যান্ড। দুই দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ইসিবি। নিরাপত্তা উপদেষ্টা ডিকাসনের সঙ্গে আছেন ইসিবির ক্রিকেট অপারেশনস পরিচালক জন কার এবং পেশাদার ক্রিকেটারদের সংগঠনের প্রধান নির্বাহী ডেভিড লেদারডেল। নিরাপত্তা বিষয়ে সার্বিক পরিস্থিতি নিজেদের অনুকূলে থাকলেই বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড ক্রিকেট দল।

২০০৯ সালে পাকিস্তানে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়। শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসেই ছিলেন ইংল্যান্ডের সহকারী কোচ পল ফারব্রেস ও কোচ তেভর বেইলিস। দুজনই তখন লঙ্কান ক্রিকেট দলের দায়িত্বে ছিলেন। কাছ থেকে হামলার শিকার হওয়া পল ফারব্রেস তবুও বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক।

বিসিবি সূত্রে আগেই জানা গেছে, ঢাকায় নামার পরই শুরু হয়ে যাবে তাঁদের ব্যস্ততা। প্রথম দিনেই তারা যাবেন ঢাকার ব্রিটিশ ও অস্ট্রেলিয়ান হাইকমিশনে। আগামীকাল সকালে তাদের বৈঠক করার কথা আছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্ধারিত সভা সেরে পরিদর্শনে যাওয়ার কথা আছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। এরপর চট্টগ্রামে ইংল্যান্ড ক্রিকেট দলের জন্য নেওয়া নিরাপত্তাব্যবস্থার খুঁটিনাটি জানবেন তাঁরা। ২০ আগস্ট নিরাপত্তা প্রতিনিধিদল দেশে ফিরে যাবে। এরপর ইসিবির সিদ্ধান্ত জানার জন্য অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে।

সূত্র:risingbd.com, ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ইসলামাবাদে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে প্রাণ গেল ২ : আহত ৮

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/