সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / বিবিধ / দুই পা নেই তবুও তিনি সুপারমডেল

দুই পা নেই তবুও তিনি সুপারমডেল

দুই পা নেই তবুও তিনি সুপারমডেল

জন্ম থেকে দুই পা নেই তার। তবু থেমে থাকতে চাননি তিনি। এই চলতে চাওয়ার ইচ্ছা আর মনোবলের জোরেই বর্তমানে তিনি সুপার মডেল। প্রতিবন্ধকতাকে জয় করে সুপার মডেল হয়ে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে।

অনন্যা এই মেয়ের নাম সেসর। আপাতত তার নামই ফ্যাশন ইন্ডাস্ট্রির সবার মুখে মুখে। ২৩ বছরের সেসরের জন্ম থাইল্যান্ডে। জন্ম থেকেই শারীরিকভাবে পঙ্গু মেয়ের বাবা-মা তাকে রাস্তায় ফেলে চলে যান। এরপর শিশু সেসরের ঠিকানা হয় অনাথ আশ্রমে। সেখান থেকেই তাকে দত্তক নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যান জিমি ও মারিয়ান সেসর নামের এক দম্পতি।

সন্তানস্নেহে বড় করেন বিকলাঙ্গ মেয়েকে। আর তারপর? ঠিক ২২ বছর পর সেদিনের পঙ্গু মেয়েটিই সৃষ্টি করেছে ইতিহাস। সেসর আজ বিভিন্ন পোশাক নির্মাতা প্রতিষ্ঠানের সুপরিচিত মডেল। দি ইনডিপেন্ডেন্টকে দেওয়া এক সাক্ষাত্কারে সেসর জানিয়েছে, শুধু বিজ্ঞাপন থেকেই মাসে ৬০ হাজার ডলার রোজগার হয় তার।

প্রথমসকালডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে https://coxview.com/radamel-falcao-footballar-birthday-day/

১০ ফেব্রুয়ারি; ইতিহাসের এইদিনে

রাদামেল ফালকাও গার্সিয়া সারাতে (রাদামেল ফালকাও নামে সুপরিচিত) একজন কলম্বীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি ১৯৮৬ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/