সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / নতুন ফুটবল কোচের বাংলাদেশ মিশন শুরু

নতুন ফুটবল কোচের বাংলাদেশ মিশন শুরু

Sports - Bangladeshi Coch

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ বেলজিয়ামের টম সেইন্টফিট মঙ্গলবার ঢাকায় এসেই কাজ শুরু করছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জানিয়েছে প্রাথমিকভাবে এশিয়ান কাপের বাছাই পর্বে ভুটানের বিপক্ষে দুটি ম্যাচের জন্য তাকে নিয়োগ দেয়া হয়েছে।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, টম সেইন্টফিট সর্বশেষ টোগো জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া নাইজেরিয়া, নামিবিয়া, ইয়েমেন, জিম্বাবুয়েসহ মোট পাঁচটি জাতীয় দলের কোচ ছিলেন মি. সেইন্টফিট।

এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের অনূর্ধ্ব ১৭ দলে কাতারকে উত্তীর্ণ করাতেও তার ভূমিকা প্রধান ছিল বলে জানিয়েছেন মি. নাঈম। এছাড়া সম্প্রতি নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের পছন্দের তিনজন কোচের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতেও নাম রয়েছে মি. সেইন্টফিটের।

বেলজিয়ামের সেকেন্ড ডিভিশনে খেলেছেন মি. সেইন্টফিট, কিন্তু ইনজুরির কারণে বেশি দূর এগুতে পারেননি খেলোয়াড় হিসেবে।

মি. নাঈম জানিয়েছেন, ভুটানের বিপক্ষে বাংলাদেশ জিতলে বাফুফে সেইন্টফিটকে দীর্ঘ মেয়াদের জন্য নিয়োগ দিতে পারে।

এর আগে ২০১৩ সালের জুন থেকে বিভিন্ন মেয়াদে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন লোডভিক ডি ক্রুইফ। গত মাসে এশিয়ান কাপের বাছাই পর্বের প্লে-অফ ম্যাচের প্রথম পর্বে তাজিকিস্তানের কাছে পরাজয়ের পর নতুন কোচ খুঁজতে শুরু করে বাফুফে।

সূত্র:protikhon.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/