সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / নাইক্ষ্যংছড়ি আ’লীগ নেতার ঝুলন্ত লাশ কক্সবাজার হোটেল থেকে উদ্ধার

নাইক্ষ্যংছড়ি আ’লীগ নেতার ঝুলন্ত লাশ কক্সবাজার হোটেল থেকে উদ্ধার

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান :

পর্যটন নগরী কক্সবাজার শহরের হোটেল পালংকি থেকে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের এক নেতা মোঃ ইসমাইল এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরের হোটেলটির ২য় তলার ১০৭ নং কক্ষ থেকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করেন।

এই ঘটনায় হোটেল ম্যানেজারসহ ২ জনকে আটক করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। নিহত ব্যক্তি নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের মসজিদ পাড়ার গোলাম রসুল মওলার পুত্র। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি।

কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেল পালংকির ২য় তলার ১০৭ নাম্বার কক্ষের দরজা ভেঙ্গে থেকে মোঃ ইসমাইলের মৃতদেহ উদ্ধার করা হয়। লাশটি কক্ষের ফ্যানের সাথে ইলেকট্রিক তার দিয়ে ঝুলন্ত পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এই ঘটনায় হোটেল জিজ্ঞাসাবাদের জন্য ম্যানেজারসহ ২ জনকে আটক করা হয়েছে।

উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার জানান, গত ২৮ এপ্রিল আওয়ামীলীগ নেতা ইসমাইল এই হোটেলে উঠেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/