সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / নাইজেরিয়ায় দস্যুদের হামলায় ২৩ সেনা নিহত

নাইজেরিয়ায় দস্যুদের হামলায় ২৩ সেনা নিহত

নাইজেরিয়ায় দস্যুদের হামলায় প্রাণ হারিয়েছেন দেশটির অন্তত ২৩ সেনা সদস্য, এখনও নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। আফ্রিকান দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের এক প্রত্যন্ত গ্রামে এ হত্যাযজ্ঞ ঘটেছে।

রোববার নাইজেরীয় সেনা সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেনা সদস্যরা জিবিয়া জেলার জঙ্গলাকীর্ণ একটি অংশের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার সময় আচমকা তাদের ওপর গুলিবর্ষণ করে দস্যুরা।

এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজন নিখোঁজ থাকায় নিহতদের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

অতীতের সশস্ত্র দুর্বৃত্ত যারা ইদানিং নিজেদের ‘দস্যু’ বলে দাবি করছে, এরা সাধারণত গবাদি পশু ছিনতাই ও অপহরণের মতো অপকর্ম করত। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এসব দস্যু বাহিনী ওই অঞ্চলের উগ্রপন্থীদের সঙ্গে হাত মেলাতে পারে।

এদিকে, গত শনিবার একই এলাকায় একটি বোমা বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ও আরও ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে কাতসিনা প্রদেশের পুলিশ। তবে, বোমাটি দস্যুরাই রেখে গিয়েছিল কি না তা এখনও নিশ্চিত নয়।

ব্রাসেলস-ভিত্তিক একটি দুর্যোগ বিষয়ক সংগঠনের তথ্যমতে, ২০১১ সাল থেকে নাইজেরীয় দস্যুরা অন্তত আট হাজার মানুষকে হত্যা করেছে এবং তাদের জন্য ঘরছাড়া হয়েছে দুই লাখেরও বেশি মানুষ।

 

সূত্র:deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/