সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের জঙ্গি বিরুধী সমাবেশে বক্তারা….বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বনের মাধ্যমে জঙ্গিবাদের পথ পরিহার করতে হবে

নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের জঙ্গি বিরুধী সমাবেশে বক্তারা….বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বনের মাধ্যমে জঙ্গিবাদের পথ পরিহার করতে হবে

school naderojjaman

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারের রামু’র রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১১টায় বিদ্যালয়ের ফরিদা রশিদ মিলনায়তনে প্রধান শিক্ষক রমিজ আহামদের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ হারুনুর রশিদ এর সঞ্চালনায় এক জঙ্গিবাদ বিরুধী সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, রশিদ নগর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান এম ডি শাহ আলম। বিশেষ অতিথি ছিলেন, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুর রহমান, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য আবদুল খালেক।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেড মাওলানা হাফেজ নুরুল আলম, সরওয়ার কামাল। এতে আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক জসিম উদ্দীন, সহকারী শিক্ষক মুফিদুল আলম, এস বিকাশ শর্মা পালন, রেজাউল করিম, সায়মা রশিদা, এম ডি ফারুক, মারুফ মিয়া, গিয়াস উদ্দিন, মোঃ রফিক, হোছন আলী, হামিদ হোছন প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সারা দেশে যখন ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হতে চলছে সেই মুহুর্তে একটি গোষ্ঠী দেশকে ব্যর্থ রাষ্ট বানাতে কোঁমলমতি শিক্ষার্থীদের ভূল বুঝিয়ে তাদের কে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাই বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বনের মাধ্যমে এসব পথ পরিহার করে এগিয়ে যেতে হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/