সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পাথরঘাটায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের বিহঙ্গ চরে অভিযান চালায় র্যাব- ৮।

বরগুনার পাথরঘাটা সংলগ্ন বলেশ্বর নদের বিহঙ্গ চরে র‍্যাব- ৮ এর সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দু’জন ডাকাত নিহত হয়েছেন।

র‍্যাবের দাবি, নিহতদের মধ্যে একজন জলদস্যু হাসান বাহিনীর প্রধান হাসান।

৫ মার্চ, সোমবার ভোর ৬টা থেকে বলেশ্বর নদের বিহঙ্গ চরে র‍্যাবের অভিযান শুরু হলে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বরিশাল র‍্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব।

তিনি জানান, জলদস্যু হাসান বাহিনী বঙ্গোপসাগরের জেলে ট্রলারে ডাকাতির প্রস্ততি নিয়ে মাঝের চরে অবস্থান নেয়, এমন খবর পেয়ে র‍্যাব- ৮ এর একটি দল সেখানে অভিযান চালায়। তাদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পাল্টা গুলি চালায় র‌্যাব। প্রায় ১ ঘণ্টা গোলাগুলির পর দস্যু বাহিনী পিছু হটলে ঘটনাস্থল থেকে ২টি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে র‍্যাব।

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগে মামলা রয়েছে। বন্দকযুদ্ধ শেষে তল্লাশি চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনের মরদেহ উদ্ধারসহ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান শেষে লাশ ও গোলাবারুদ পাথরঘাটা থানায় আনা হবে।
সূত্র:ইতি আফরোজ-priyo.com;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/