সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নারী ও শিশু / পানিতে ডুবে প্রতিবন্ধী নারীর মৃত্যু

পানিতে ডুবে প্রতিবন্ধী নারীর মৃত্যু

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা:

লামার পার্শ্ববর্তী বমু বিলছড়ি ইউনিয়নে খালে গোসল করতে গিয়ে ফরিদা বেগম (৪৫) নামে এক প্রতিবন্ধী নারীর পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে ইউনিয়নের পানিস্যাবিল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফরিদা বেগম পানিস্যাবিল এলাকার সৈয়দ নূর এর মেয়ে।

নিহতের বাবা জানায়, ফরিদা মানসিক প্রতিবন্ধী ছিল এবং সে দীর্ঘদিন যাবৎ মৃগীরোগে ভুগছিল। শুক্রবার দুপুর ১২টার সময় বাড়ির পাশের বমু খালে গোসল করতে যায়। নদীতে গোসলরত অবস্থায় মৃগীরোগ উঠলে ঘটনাস্থলে সে মারা যায়। মরে তার শরীর নদীতে ভেসে উঠলে আশপাশের লোকজন দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করে।

জানা যায়, মানসিক প্রতিবন্ধী হওয়ায় বেশীদিন স্বামীর সংসার করতে পারেনি ফরিদা। বৃদ্ধ বাবার সংসারে থাকত সে।

পানিতে ডুবে মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বমু বিলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মতলব বলেন, লাশটি স্থানীয়রা উদ্ধার করেছে। নদীতে গোসলরত অবস্থায় মৃগীরোগে আক্রান্ত হওয়ায় সে আর কূলে উঠে আসতে পারেনি।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/