সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / পাপুয়া নিউগিনিতে ৮ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

পাপুয়া নিউগিনিতে ৮ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশ পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর গভীরতা ছিল ১৫৩ দশমিক ৮ কিলোমিটার।

আজ রোববার এ ভূমিকম্পের বিষয়টি জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পের পর আগামী তিন ঘণ্টার মধ্যে সুনামি হতে পারে বলে জানিয়েছে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র (পিটিডব্লিউসি)। পাপুয়া নিউগিনি ছাড়াও প্রশান্ত মহাসাগরের উপকূলীয় দেশ সলোমন দ্বীপপুঞ্জ, নাউরু, পনপেই, কসরায়ে, ভানুয়াতু, ছুক ও ইন্দোনেশিয়ায় এ সুনামি আঘাত হানতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অস্ট্রেলিয়ার ব্যুরো অব মেটেওরোলজি নিশ্চিত করেছে, সে দেশে সুনামি সতর্কতা নেই।

পাপুয়া নিউগিনিতে প্রায়ই ভূমিকম্প হয়। দেশটির অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘অগ্নিবৃত্তে’।

সূত্র:ntvbd.com,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/