সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / পেকুয়ায় জমির বিরোধ নিয়ে হামলা : মহিলাসহ আহত ৭

পেকুয়ায় জমির বিরোধ নিয়ে হামলা : মহিলাসহ আহত ৭

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়ায় জমির বিরোধ নিয়ে সংঘর্ষে মহিলাসহ ৭জন আহত হয়েছে। শুক্রবার সকাল ৭টায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সদর ইউনিয়নের মিয়া পাড়ায় ২০শতক জমি নিয়ে আবুল ফজলের পুত্র আবুল বশিরের সাথে ছৈয়দ নুর সিকদারের পুত্র দিদারুল ইসলামের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। উভয় পক্ষকে নিয়ে ২০ জানুয়ারী পেকুয়া থানায় সালিশ বৈঠকের কথা ছিল। কিন্তু দিদারুল ইসলাম বৈঠকের আগেই এদিন ওই জমিতে স্থাপনা নির্মাণের চেষ্টা করে। সকালে কয়েকজন মহিলা মর্নিং ওয়ার্কে বের হলে দিদারুল ইসলাম কর্তৃক স্থাপনা নির্মাণ করতে দেখে তাতে বাঁধা দেয়। এসময় দিদারুল ইসলামের পক্ষের লোকজন তাদের মারধর শুরু করে। এতে আবুল বশিরের পক্ষের রুবি আক্তার (৪০), রাশেদা বেগম (৪২), সেলিনা আক্তার (২৪), আরফা বেগম (৫৫) ও আনিচা বেগম (৫০) আহত হয়। অপরদিকে দিদারুল ইসলাম ও তার পক্ষের হেলাল উদ্দিন (৪৫) আহত হয়।

এ ব্যাপারে আবুল বশির জানান, বৈঠকের দিন সালিশের আগেই প্রতিপক্ষ সকালে স্থাপনা নির্মাণ করতে গেলে এ ঘটনা ঘটে। এ ব্যাপরে পুলিশ জানায়, দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/