সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / পেকুয়ায় পর্দা নামলো কাছারীমোড়া প্রিমিয়ার লীগের

পেকুয়ায় পর্দা নামলো কাছারীমোড়া প্রিমিয়ার লীগের

নিজস্ব প্রতিনিধি; পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় ফাইনাল খেলার মধ্য দিয়ে পর্দা নামলো উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারীমোড়া প্রিমিয়ার লীগের (কেপিএল) ক্রিকেট টূর্নামেন্টের। গত একমাসের আয়োজন শেষে কাল অনুষ্ঠিত হয় স্বপ্নের ফাইনাল খেলা। ওই খেলায় মুখোমুখি হবে সুপার সিক্সার্স ও ড্রাগন ক্রিকেটস। বহুল প্রতিক্ষিত ফাইনাল খেলায় ছিল মনোরম নানা প্রদর্শনী। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান তরুন রাজনীতিবীদ ও সমাজসেবক শাফায়েত আজিজ রাজু। কাছারীমোড়ার মতো অঁজপাড়া গাঁয়ে কেপিএল ক্রিকেট টুর্ণামেন্টটির আয়োজক সংস্থা ছিল স্থানীয় শিলখালী নবতরুণ সংঘ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও টৈটং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক, পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিম, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম দিদারুল করিম, পেকুয়া সদর ইউপি’র সাবেক প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ আল আজাদ এমইউপি, বারবাকিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আনিসুল করিম এমইউপি, কেপিএলে’র প্রধান উপদেষ্ঠা সাংবাদিক এস এম হানিফ, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আলহাজ্ব এস এম শাহাদাত হোসেন, ম্যাগ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সহকারি ব্যবস্থাপক মোহাম্মদ ইমরুল শাহেদ চৌধুরী, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি মেডিকেল অফিসার ডা. জিয়াউদ্দিন, বারবাকিয়া ইউপি সদস্য এনামুল হক, মাতামুহুরী আদর্শ শিক্ষা নিকেতন পরিচালনা কমিটির সভাপতি আহমদ রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কেপিএল পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল ইসলাম। সঞ্চালনার দায়িত্বে ছিলেন, কেপিএল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তানজিমুল ইসলাম জিসাদ। কেপিএলের সভাপতি শাহেদুল ইসলাম ক্রীড়ামোদি জনতাকে খেলায় উপস্থিত হয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী ও উত্তেজনাপূর্ণ খেলা উপভোগে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রাণঢালা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।

তীব্র প্রতিদ্বন্দ্বীতা মুখর বহুল প্রতিক্ষিত কেপিএল’র স্বপ্নের ফাইনাল খেলায় ড্রাগন ক্রিকেট্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/