সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / বই উৎসবের ঘ্রাণে মুগ্ধ ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামগঞ্জের শিক্ষার্থীরা

বই উৎসবের ঘ্রাণে মুগ্ধ ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামগঞ্জের শিক্ষার্থীরা

এম. আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুশিতে মুগ্ধ হয়ে পড়েছেন। সে সাথে সুন্দর মলাট বাঁধানো বইয়ের ঘ্রানে মুখরিত হয়ে পড়ে বৃহত্তর এলাকার অলি গলি। বছরের শুরুতে সারাদেশের ন্যায় ঈদগাঁও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনামুখর পরিবেশে একযোগে বই উৎসব উদযাপিত হয়।

বছরের প্রথম দিন ১ জানুয়ারী শীত আর বৃষ্টিকে উপেক্ষা করে স্ব স্ব শিক্ষাঙ্গনে নতুন বইয়ের আশায় ছুটে আসছে শিক্ষার্থী। সকাল দশটার পর থেকে এমন দৃশ্য চোখে পড়ে কক্সভিউ ডট কম’এর ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিবেদকের। এছাড়াও বৃহত্তর এলাকার বিদ্যালয়গুলোতে পরীক্ষা শেষে ফলাফলের পর পরই নতুন বই পেয়ে অনেকে আনন্দিত। নতুন বছরের বই উৎসবের সুঘ্রাণে মুগ্ধ গ্রামগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা। বিগত বছরের ন্যায় এবারও ঝাঁকজমকপূর্ণ পরিবেশে স্কুলে স্কুলে বই উৎসব অনুষ্টিত হয়।

এদিকে সকাল নয়টায় মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভাপতি ও সদর যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ অনুষ্টানে শিক্ষক শিক্ষিকা, অভিভাবকরা অংশ নেন। প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়।

একইদিন সকাল দশটায় ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে বই বিতরণ উৎসব সম্পন্ন হয়। ম্যানেজিং কমিটির সভাপতি মাষ্টার নুরুল আজিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম। স্বাগত বক্তব্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বার শতাধিক শিক্ষার্থীদের মাধ্যমে বই প্রদান করা হয়।

আবার সদরের বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়ন, পোকখালী, ইসলামাবাদ, ইসলামপুর, জালালাবাদ, ঈদগাঁও এলাকায় বিভিন্ন বিদ্যালয়ে নতুন বই প্রদান করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে অধিক আগ্রহভরে নতুন বই গ্রহণ করে অতিথিদের কাছ থেকে। একদিকে নতুন বছরের প্রথম দিন, অন্যদিকে সুন্দর মলাট বাধানো বই হাতে। এই দুই উৎসবে মাতোয়ারা ঈদগাঁওর শিক্ষার্থীরা।

অভিভাবকদের মাঝেও নতুন বই উৎসবে খুশির জোয়ার লেগেছে। বই পাওয়া কয়েক শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা হাস্যোজ্জ্বল কন্ঠে নতুন বইয়ের ঘ্রাণে মুগ্ধ হয়ে বর্তমান সরকারকে অভিনন্দন জানান পাশাপাশি এবার বই হাতে পেয়ে তারা শিক্ষাঙ্গন মুখী হবে বলেও জানায়।

সচেতন লোকজন জানান, বর্তমান সরকার সফলভাবে প্রতিবছর শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই দিয়ে নজির সৃষ্টি করেছে। ফলে দেশে শিক্ষার হার বেড়েছে, গ্রামগঞ্জের ঝরেপড়া শিক্ষার্থীরা লেখাপড়ায় আগ্রহ করছে। নতুন বছরে এক সাথে বই হাতে পেয়ে শিক্ষার্থীরা যেমন খুশি হয়, অন্যদিকে চিন্তা মুক্ত হলো অভিভাবকরাও।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ২১শের আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁও উপজেলার উপকূলীয় এলাকার শিক্ষাঙ্গন গোমাতলী উচ্চ বিদ্যালয়ে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/