সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ ৭ মার্চের সভায় রামুতে এমপি কমল

বঙ্গবন্ধুর ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ ৭ মার্চের সভায় রামুতে এমপি কমল

https://i0.wp.com/coxview.com/wp-content/uploads/2021/03/8-March-MP-Kamol-Kamal-8-3-21.jpg?resize=552%2C311&ssl=1
কামাল শিশির; রামু :

কক্সবাজার সদর-রামু (কক্সবাজার-৩) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল জানান, বঙ্গবন্ধুর ভাষন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ।

ঐতিহাসিক ৭ মার্চের এ ভাষণ পুরো বাঙ্গালী জাতির জন্য সাহস ও প্রেরণার উৎস হয়ে থাকবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাঙ্গালী জাতির নয়, তিনি ছিলেন বিশ্ব নেতা।

তাঁহার কারণেই বাংলাদেশ বিশ্বের বুকে ঠাঁই করে নিয়েছে। তাঁহার মতো বলিষ্ট নেতৃত্ব বিশ্বে বিরল। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশের একটিতে পরিনত হতো।

তিনি না থাকলেও তাঁহার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপ দিয়ে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।

যারা জাতির পিতাকে ভালোবাসে না, যারা আওয়ামীলীগকে ভালোবাসে না, তারা কখনো বাংলাদেশকে ভালোবাসতে পারেনা। জাতির পিতা দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন।

রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রবীন আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী।

ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আজিজুল হক আজিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- কবি কাজী মোহাম্মদ আলী, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, জেলা তাঁতীলীগ সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, যুবলীগ নেতা নবীউল হক আরকান, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, উপজেলা শ্রমিকলীগ সভাপতি শফিকুল আলম কাজল, উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুল হক রাজা, সাধারণ সম্পাদক রাশেদুল হক বাবু, উপজেলা ওলামালীগ সভাপতি মাওলানা নুরুল আজিম, গ্রীন এনভায়রন মুভমেন্ট কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক কাইছার মাহমুদ, ছাত্রলীগ নেতা মোহাম্মদ নোমান, তসলিম ইকবাল সোহেল প্রমূখ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/