সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বটতলী স্টেশন-ইসলামপুর বাজার সড়কের বেহাল দশা

বটতলী স্টেশন-ইসলামপুর বাজার সড়কের বেহাল দশা

https://coxview.com/wp-content/uploads/2021/09/Road-Sagar-18-9-21.jpg

বটতলী স্টেশন-ইসলামপুর বাজার সড়কের বেহাল দশা

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের একমাত্র শিল্প এলাকা ইসলামপুরে দীর্ঘকাল ধর বেহাল অবস্থায় বটতলী স্টেশন-ইসলামপুর বাজার সড়কটি। সংস্কার দাবী এলাকাবাসীর।

জানা যায়, বটতলী স্টেশন থেকে ইসলামপুর বাজার পর্যন্ত রাস্তার অবস্থা একেবারে চলা চলের অনুপযোগী হয়ে পড়েছে। দেখার যেন কেউ নেই। সড়কের নানা অংশে খানাখন্দক চেয়ে গেছে। সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। তাছাড়া শিল্প নগরী হিসেবে প্রতিদিন লবণ বোঝাই ট্রাক প্রবেশ করে। চালকরা এ সড়কে প্রবেশ করছে বহু কষ্টের বিনিময়ে।

চালকরা জানান, সড়কটি বর্তমানে অকেজো বললেই চলে। বৃষ্টির পানি জমে থাকলে বুঝা যায়না কোথায় গর্ত আর কোথায় সমতল। সংকুচিত হওয়ায় অন্য পাশ দিয়েও যাওয়া যায়না। যেকোন মুর্হুতেই দুর্ঘটনার আশংকা প্রকাশ তারা। চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এহেন অবস্থা চলতে থাকলে দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্ব বরণ করতে পারে। গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে চলাচল সু-ব্যবস্থার দাবী।

ইউনিয়ন ছাত্রলীগ সাবেক সাধারন সম্পাদক ছৈয়দ মোহাম্মদ তানিম জানান, সড়কটি দীর্ঘকাল ধরে মরণ দশায় পরিণত হয়ে পড়েছে। নানা পয়েন্টে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে নিদারুণ কষ্ট পাচ্ছে চালক-যাত্রীরা।

দ্রুত গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার করে জন ও যান চলাচলে সূর্বণ সুযোগ সৃষ্টি করা হউক।

ইউপি সদস্য ইদ্রিস রানা জানান, প্রায় ২ বছর ধরে শিল্পনগরীর প্রধান সড়কটি করুন দশায় পরিণত হয়েছে। গর্ভবর্তী মহিলাকে এই সড়ক দিয়ে নেওয়া সম্ভব হবেনা। লোকজন চলাফেরায় নিদারুণ কষ্ট পাচ্ছেন। যেটিই ভাষায় প্রকাশ করা যায়না।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/