সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বাইশারীতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

বাইশারীতে বন্য হাতির আক্রমণে কৃষক নিহত

কামাল শিশির /হামিদুল হক :

বাইশারীতে বন্য হাতির আক্রমণে এক কৃষক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তি উপজেলার বাইশারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর করলিয়ামুরা গ্রামের বাসিন্দা মৃত কবির আহমদের পুত্র মোঃ আলী (৫০)।

ঘটনাটি ঘটেছে পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে। ২৫ জানুয়ারি (বুধবার) সকাল সাড়ে দশটার সময় মোঃ আলী বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ি এলাকা হাতিরডেরা নামক স্থানে জমিতে কৃষিকাজ করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী জহির আলম জানান, প্রতিদিনের ন্যায় রাবার বাগানে মাটলাম সংগ্রহ করতে গিয়ে বন্য হাতির আক্রমণের শিকার হয়ে মোঃ আলী ঘটনা স্থলেই প্রাণ হারায়। ওইসময় আশ পাশের লোকজনের সহায়তায় তাকে মৃত অবস্থায় নিজ বাড়ীতে নেওয়া হয়। নিহত ব্যক্তি ৩ সন্তানের জনক।

নিহত মোঃ আলীর পরিবারে চলছে শোকের মাতম।
বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বন্য হাতির আক্রমণে নিহতের ঘটনা সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/