সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / বান্দরবানে আবারো বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলা

বান্দরবানে আবারো বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলা

Hamla - 8 (b)

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা :

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক বৌদ্ধ বিহারের বৃহস্পতিবার গভীর রাতে মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী অধ্যক্ষ তাইন্নমার ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা উপস্থিত হওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, মুখোশ পরিহিত একদল সন্ত্রাসী বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারি ইউনিয়নের ধাবনখালী বৌদ্ধ বিহারের অধ্যক্ষের ওপর হামলা চালিয়েছে। এ সময় বিহারের লোকজন মাইকিং করলে স্থানীয়রা বিহারে চলে আসেন। এতে হামলাকারীরা পালিয়ে যায়। এতে কেউ হতাহত হয়নি।

বিহারের অধ্যক্ষ তাইন্নমা জানান, হামলায় বিহারের কয়েকটা দরজা-জানালাগুলো ভেঙে গেছে। পুলিশের পাশাপাশি স্থানীয়রা বিহার পাহারা দিচ্ছে।

বাইশারী পুলিশ ফাঁড়ির এসআই আবু মুছা জানান, ঘটনার পর আমরা এলাকার নিরাপত্তা জোরদার করেছি। শুক্রবার থেকে পুলিশ আরও বাড়ানো হবে।

প্রসঙ্গত, ১৩ মে বাইশাঁরী ইউনিয়নে বৌদ্ধ ভিক্ষু মং শৈ উ চাককে বিহারের মধ্যে জবাই করে এবং ৩০ জুন একই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মংশৈনু মারমাকে (৫৬) কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের; কক্সভিউ ডট কম; https://coxview.com/press-conference-election-sagar-30-4-24/

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/