সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / দুর্ঘটনা-অগ্নিকাণ্ড / বান্দরবানে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

বান্দরবানে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

মুহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :

পার্বত্য জেলা বান্দরবান সদর উপজেলার ভাগ্যকুল এলাকায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার বিকাল ৩ টার দিকে ঐ এলাকার ধুল্ল্যাহ খালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জামাল হোসেন (৩২)। সে ভাগ্যকুল এলাকার মনু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সেখানে খাল থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। অসবধানতায় খাল থেকে বালু উত্তোলন করতে গিয়ে পাশের গাছ ভেঙ্গে পড়লে মাটি চাপা পড়ে জামাল নিহত হয়। ঐ এলাকায় আরিফ নামে এক ব্যক্তি বালু উত্তোলন করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা শহিদুল ইসলাম জানান লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2024/04/Election-Sagar-22-4-2024.jpeg

ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/