সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / বারবাকিয়ায় অগ্নিকান্ডে ৬পরিবারের বসতি ভষ্মিভুত- পেকুয়া ইউএনও’র পক্ষে পিআইও’র ত্রাণ সহায়তা

বারবাকিয়ায় অগ্নিকান্ডে ৬পরিবারের বসতি ভষ্মিভুত- পেকুয়া ইউএনও’র পক্ষে পিআইও’র ত্রাণ সহায়তা

এস.এম.ছগির আহমদ আজগরী;পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬পরিবারের বসতি ভষ্মিভুতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ২৪ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সবজিবনপাড়া এলাকায়। ওই ভয়াবহ অগ্নিকান্ডের শিকার ৬পরিবারের প্রায় ১৫/২০লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ভয়াবহ অগ্নিকান্ডে ৬পরিবারের বসতি ভষ্মিভুতের সংবাদ পেয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদীনের পক্ষে পিআইও সৌভ্রাত দাস সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদের শান্তনা জানিয়ে বিশেষ ত্রান সহায়তা দেন।

জানা যায়, ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে বৈদ্যুতিক শট সার্কিট সূত্রে স্থানীয় ছালেহা বাপের বাড়ি নামক পল্লীতে অগ্নিকান্ড সংঘঠিত হয়। এসময় অগ্নিকান্ডের লেলিহান শিখা মুহুর্তে আশপাশে ছড়িয়ে পড়লে সেখানকার মিয়াদাদের পুত্র নুরুল হক, তার পুত্র নাজেমুদ্দিন ও বদিউল আলম, প্রতিবেশী মিয়াজানের পুত্র ছাবের আহমদ, তার পুত্র মৌলভী শের আলী ও রমিজ আহমদের পুত্র ইমাম শরীফের বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ভষ্মিভুত হয়। ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনায় মৌলভী শের আলীর স্ত্রী রহিমা বেগম (৩৫) অগ্নিদগ্ধে আহত হন।

অগ্নিকান্ডে ৬পরিবার সর্বস্বহারার সংবাদ পেয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জয়নাল আবেদীন পিআইওকে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ত্রাণ সহায়তার নির্দ্দেশ দেন। ইউএনও’র পরামর্শে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের পিআইও সৌভ্রাত দাশ তাৎক্ষণিক কম্বল, চাল, ডাল, তৈল, পেয়াঁজ, মরিচ, লবন ব্যাগের ত্রাণ সহায়তা নিয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান ও ক্ষতিগ্রস্তদের সাথে আলাপ করে ক্ষয়ক্ষতির পরিমান নির্ধারন করে জেলা প্রশাসনের পক্ষে পর্যাপ্ত ত্রাণ সহায়তার আশ্বসে ক্ষতিগ্রস্তদের শান্তনা জানান।

এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি পরিবারকে ২বান্ডিল ঢেউটিন ও নগদ ৬হাজার টাকা করে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেন।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ বদিউল আলম জেহাদী, স্থানীয় মেম্বার মোঃ নাছিরউদ্দিন এমইউপি, পিআইও অফিস সহকারী মোঃ হাসান, যুবদল নেতা জিয়াবুল ও স্থানীয় গণ্যমান্যরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/