সাম্প্রতিক....
Home / জাতীয় / বাল্যবিবাহে ৮৬ শতাংশ কিশোরীর লেখাপড়া শেষ

বাল্যবিবাহে ৮৬ শতাংশ কিশোরীর লেখাপড়া শেষ

child_marrige

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে বাল্যবিবাহের বেশি শিকার হচ্ছে কিশোরীরা। যে সময় একজন কিশোরীর স্কুলে যাওয়ার কথা, সেই সময় সামাজিক নিরাপত্তার দোহাই দিয়ে তাদের বিয়ে দেওয়া হচ্ছে। তাই বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাল্যবিবাহের কারণে শতকরা ৮৬ শতাংশ কিশোরীরই লেখাপড়ার সমাপ্তি ঘটে। এ ছাড়া অল্প বয়সে বিয়ে ও গর্ভধারণের ফলে শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি কিশোরীদের দীর্ঘ মেয়াদি অসুখের ঝুঁকিও বেড়ে যায়, যা পরবর্তী সময়ে মা ও শিশুমৃত্যু ঘটায়।

তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের ফলে নারীরা অনেকে বেশি সুযোগ পাচ্ছে। ফলে সচেতন পরিবারে বাল্যবিবাহের সুযোগ থাকছে না। তবে দেশে বাল্যবিবাহ গ্রামে বা বিশেষ এলাকায় হচ্ছে।

বাল্যবিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।

সূত্র:risingbd.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/