সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / তথ্য ও প্রযুক্তি / বিশ্বভ্রমণে সৌরশক্তি চালিত বিমান

বিশ্বভ্রমণে সৌরশক্তি চালিত বিমান

Solar Biman

টোকিও, ১৭ এপ্রিল- জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমাতে নেয়া হচ্ছে নানা পদক্ষেপ। এর পরিবর্তে সৌরশক্তিকে সর্বোচ্চ পরিমাণে কাজে লাগানোর চেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছেন বিজ্ঞানীরা। এই পদক্ষেপের অংশ হিসেবে উদ্ভাবন করা হয়েছে সৌরশক্তি চালিত বিমানও।

এমনই একটি বিমানের মাধ্যমে চলছে বিশ্বভ্রমণের কাজ। সৌরশক্তি চালিত ‘সোলার ইমপালস-২’ নামের বিমানটি ইতিমধ্যে জাপান থেকে হাওয়াই পর্যন্ত ১১৭ কিলেমিটার পথ ভ্রমণ করেছে। বিমানটির ব্যাটারি ক্ষতিগ্রস্ত হওয়ায় নয় মাস ধরে চলছিল মেরামতের কাজ। অবশেষে আবারো উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছে ‘সোলার ইমপালস-২’।

বিমানের পরিচালনাকারী দলের লক্ষ্য, সূর্য থেকে শক্তি নিয়ে সারা পৃথিবী ভ্রমণকারী প্রথম বিমান হবে এটি। অসম্ভব শক্তিশালী একটি মেশিনের মাধ্যমে সেই কাজটি বেশ ভালোভাবেই বিমানটি করতে পারবে বলে ধারণা পরিচালনাকারী দলের।

সূত্র:দেশেবিদেশেডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/