সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ভারতে আবারো করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

ভারতে আবারো করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

ভারতে আবারো করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জন নিহত হবার খবর পাওয়া গেছে।

রোববার (৯ আগস্ট) সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও অজানা।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছেন, বিজয়ওয়াড়া শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।

পুলিশ জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫ থেকে ২০ জন রোগী আহত হয়েছেন। এদের মধ্যে দুই তিনজনের অবস্থা গুরুতর।

এর আগে বৃহস্পতিবার গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/06/Missile-Iran.jpg

শব্দের চেয়ে ১৪ গুণ বেশি দ্রুতগামী ইরানের হাইপারসনিক

‘ফাত্তাহ’ নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। অনলাইন ডেস্ক : ইরান তাদের প্রথম হাইপারসনিক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/