সাম্প্রতিক....
Home / জাতীয় / মসজিদে বিস্ফোরণে আহত ও নিহতদের পরিচয়

মসজিদে বিস্ফোরণে আহত ও নিহতদের পরিচয়

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩৭ জনকে ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তির পর এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।দগ্ধ অপর ১৬ জনকে এখনো সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের কেউই আশংকামুক্ত হননি। সবাই গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

বার্ণ ইনস্টিটিউটে ভর্তি হওয়া দগ্ধ ৩৭ জন হলেন-মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৫), সাব্বির (২২), জুনায়েদ (৭), জামাল (৪০), জুবায়ের (১৪), হুমায়ূন কবির (৭০), মোস্তফা কামাল (৩৪), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারী (৭২), রাশেদ (৩০), জয়নাল (৫০), মাইনুদ্দিন (১২), নয়ন (২৭) কাঞ্চন হাওলাদার (৫০), মো. রাসেল (৩৪), বাহার উদ্দিন (৫৫), ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির (৩০), আবুল বাসার মোল্লা (৫১), শামীম হাসান (৪৫), মো. আলী মাস্টার (৫৫), মো. কেনান (২৪), নজরুল ইসলাম (৫০), রিফাত (১৮), আব্দুল আজিজ (৪০), নিজাম বা মিজান (৪০), নাদিম (৪৫), হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), জুলহাস উদ্দিন (৩০), আমজাদ (৩৭), মামুন (২৩) এবং ইমরান (৩০)।

শেষ খবর পাওয়া পর্যন্ত দগ্ধ ৩৭ জনের মধ্যে মারা যাওয়া ২১ জন হলেন- মসজিদের ইমাম আবদুল মালেক (৬০), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), সাব্বির (২১), মোস্তফা কামাল (৩৪), রিফাত (১৮), জুবায়ের (১৮), কুদ্দুস ব্যাপারী (৭০), হুমায়ুন কবীর (৭০), ইব্রাহিম (৪৩), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (০৭), রাশেদ (৩০), জয়নাল (৫০), মাইনউদ্দিন (১২), কাঞ্চন হাওলাদার (৫০), নয়ন (২৭), রাসেল (৩৪), বাহাউদ্দিন (৬২) ও নিজাম (৪০), নাদিম (৪৫)

নিহতদের মধ্যে তিনজন কলেজ ছাত্র, একজন শিশু, দুইজন কিশোর এবং একজন গণমাধ্যম কর্মী রয়েছেন।

হাসপাতালের চিকিৎসাধীন ১৬ জন হলেন- ফরিদ (৫৫), শেখ ফরিদ (২১), মনির (৩০), আবুল বাসার মোল্লা (৫১), শামীম হাসান (৪৫), মো. আলী মাস্টার (৫৫), মো. কেনান (২৪), নজরুল ইসলাম (৫০), রিফাত (১৮), আব্দুল আজিজ (৪০), হান্নান (৫০), আব্দুস সাত্তার (৪০), জুলহাস উদ্দিন (৩০), আমজাদ (৩৭), মামুন (২৩) এবং ইমরান (৩০)।

তবে ৩৭ জনের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশই দগ্ধ হয়েছে। অধিকাংশেরই পুরো শরীরের চামড়া খসে পড়ে মাংস বেরিয়ে এসেছে। এছাড়া তাদের শ্বাসনালিও পুঁড়ে গেছে। হাসপাতালে ভর্তি করার পর প্রত্যেকের প্রায় পুরো শরীর সাদা ব্যান্ডেজ দিয়ে আবৃত করা হয়।

 

সূত্র: somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2022/01/Supreme-Court-.jpg

রমজানে স্কুল খোলা থাকবে

অনলাইন ডেস্ক :রমজান মাসের প্রথম ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় এবং প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/