সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / মহেশখালীতে হতদরিদ্র ছাত্র-ছাত্রীকে নতুন জামা দিলেন প্রত্যাশী

মহেশখালীতে হতদরিদ্র ছাত্র-ছাত্রীকে নতুন জামা দিলেন প্রত্যাশী

moheshkhali  21 sepনিজস্ব প্রতিনিধি, মহেশখালী:

কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীতে হত দরিদ্র স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ-উল আযহা উপলক্ষে বেসরকারী এনজিও সংস্থা প্রত্যাশী নতুন জামা বিতরন করেছে। সমৃদ্ধি কর্মসূচির আওতায় কালারমারছড়া ইউনিয়নের ৪২টি স্কুলের ৭০০ শত ছাত্র-ছাত্রীদেরকে নতুন জামা দেয়া হয়।

২১ সেপ্টেম্বর সকাল ১০টায় কালারমাছড়া ইউনিয়ন পরিষদে প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে পোষাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন প্রত্যাশীর ক্রেডিট পরিচালক নাছিম হায়দার শাহিন, সিসিপি প্রকল্পের পিসি অহিদুর রহমান, সম্মৃদ্ধি প্রকল্প সমন্বয়ক শাহাদত হোসেন, প্রত্যাশীর সিসিপি জিআরএন প্রকল্পের ফোকাল পারসন ও পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহাবউদ্দীন, ইউপি সদস্য যথাক্রমে নাজেম উদ্দিন, আহমদ উল্লাহ, আব্দুল গফুর, মিনুয়ারা বেগম মিনু, মোকারমা বেগম, সাহেদা বেগম উপস্থিত ছিলেন।

নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন প্রত্যাশী ৫ বছর ধরে মহেশখালীর ৮টি ইউনিয়নে বিভিন্ন সেবামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।

এদিকে ঈদের আগে নতুন জামা পেয়ে মহা খুশি হয়েছে শিশু ছাত্রছাত্রীরা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/