সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে ঝিলংজার চেয়ারম্যান প্রার্থী শাহাজাহানের গণসংযোগ শুরু

মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে ঝিলংজার চেয়ারম্যান প্রার্থী শাহাজাহানের গণসংযোগ শুরু

Election - Deshbidesh news

এম.আর মাহবুব;

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে সমাহিত নিজের মায়ের ও স্বজনদের কবর জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলে আসন্ন ইউপি নির্বাচনে ঝিলংজা ইউনিয়নের নাগরিক পরিষদের প্রার্থী শাহাজাহান আনসারী। ৬ মে বাদে জুমা চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আনসারী প্রথমে পশ্চিম লারপাড়ার ইসলামাবাদস্থ দারুল কোরআন মাদ্রাসা মাঠে আত্মীয় স্বজন পাড়া-প্রতিবেশীদের নিয়ে বৈঠক করে। এ সময় উপস্থিত জনতা হাত তুলে তাদের স্বজন শাহাজাহান আনসারীর প্রতি আকুন্ঠ সমর্থন ব্যক্ত করেন। পরে তিনি পশ্চিম লারপাড়া, ইসলামাবাদ, পূর্ব লারপাড়া, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে শাহাজাহান আনসারী বলেন-উন্নয়ন বঞ্চিত কক্সবাজারের প্রবেশদ্বার মর্যাদাপূর্ণ ঝিলংজাকে বদলে দিতে চেয়ারম্যান প্রার্থী হয়েছি। তিনি বলেন-বৃহৎ জনগোষ্ঠীর ঝিলংজার এক নম্বর ওয়ার্ড সব সময় উন্নয়ন বঞ্চিত ছিল। বিগত দু’দিনের সামান্য বৃষ্টিতে ১নং ওয়ার্ডের জন চলাচলের গ্রামীণ কাঁচা সড়কগুলো কাদা পানিতে একাকার হয়ে গেছে। বৃহত্তর ১নং ওয়ার্ডের জনতা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হলে বিজয় অবশ্যম্ভাবী।

গণসংযোগকালে পশ্চিম লারপাড়ার প্রবীণ মুরব্বী আশি উর্ধ্ব মাওলানা মুহিবুল্লাহ বলেন-লারপাড়ার মানুষ সু-দীর্ঘ চার দশকের ইতিহাসে চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বার ও পায়নি। এবার বৃহত্তর ১নং ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ হলে পরোপকারী শাহাজাহান আনসারীকে জিতিয়ে আনা সময়।

গণসংযোগকালে শাহাজাহান আনসারী বৃহত্তর লারপাড়ার প্রতিটি ঘরে ঘরে গিয়ে মা-বোন ভোটারদের সাথে কথা বলেন। স্থানীয়রা চেয়ারম্যান প্রার্থী ঘরের সন্তান শাহাজাহান আনসারীকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। অনেকেই মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/