সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / আন্তর্জাতিক / ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতার ফাইনালে হিজাবি নারী

‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতার ফাইনালে হিজাবি নারী

প্রথমবারের মতো ‘মিস ইংল্যান্ড’ প্রতিযোগিতার ফাইনালে উঠলো কোন হিজাবী নারী। ২০ বছর বয়সী ওই মুসলিম তরুণীর নাম সারা ইফতেখার।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) নটিংহ্যামশায়ারের কেলহ্যাম হলে মিস ইংল্যান্ডের ফাইনালে হিজাব পরে অংশ নেবেন সারা। তিনি প্রথম মুসলিম হিসেবে ‘মিস ইংল্যান্ড’ খেতাব জিততে চান।

প্রতিযোগিতায় জিততে হলে আরো ৪৯ জনকে পেছনে ফেলতে হবে তাকে। আর ইংল্যান্ডের সেরা সুন্দরীর মুকুট মাথায় উঠলে চীনে মিস ওয়ার্ল্ডে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করবেন এই মুসলিম নারী।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেলফি দিয়ে সারা লিখেন, ওয়াও!!! ২০১৮ সালের মিস ইংল্যান্ডের ফাইনালে পৌঁছানোর অনুভূতি বোঝাতে পারবো না। আলহামদুল্লিাহ।

জানা গেছে, ১৬ বছর বয়সে নিজের ব্যবসা চালু করা সারা তার জনপ্রিয়তাকে ব্যবহার যে অর্থ পেয়েছেন তা দিয়ে একটি দাতব্য সংস্থা খুলেছেন। সারা গোফান্ডমি দাতব্য সংস্থাটি দক্ষিণ আমেরিকা, শ্রীলঙ্কা, রাশিয়া, ভিয়েতনামের বাস্তুচ্যুত শিশু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করে থাকে।

সূত্র:somoynews.tv;ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

লিমায় গর্ভবতী ভাতিজা বউকে বেধড়ক মারধর করল চাচা, হাসপাতালে ভর্তি #https://coxview.com/lima-ahota-rafiq-20-11-23/

লামায় গর্ভবতী ভাতিজা বউকে বেধড়ক মারধর করল চাচা, হাসপাতালে ভর্তি

লামা সরকারি হাসপাতালে ভর্তি আহত লিমা আক্তার।   মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :পারিবারিক সম্পদের বিরোধের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/