সাম্প্রতিক....
Home / জাতীয় / মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না, আশা প্রধানমন্ত্রীর

মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না, আশা প্রধানমন্ত্রীর

মুজিব বর্ষে কেউ বেকার থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় যুব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যুবকদের যাতে কর্মসংস্থান হয় সেদিকে লক্ষ্য রেখেই যে কোনো প্রকল্প গ্রহণ করে সরকার।

তিনি বলেন, প্রতিটি মানুষের মৌলিক চাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। স্বাধীনতার সুফল যেন ঘরে ঘরে পৌছায় সেটাই আওয়ামী লীগের মূল লক্ষ্য।

যুবকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, চাকরি না করে, চাকরি দেবো, এটা মাথায় থাকতে হবে। তাহলে কেউ আর বেকার থাকবে না। চাকরি না করলেও এখন আর বেকার থাকবে না।

তিনি বলেন, মানসিকতা বদলাতে হবে। চাকুরী ছাড়া আর কিছু করা যায় না, এ মানুসিকতা বদলাতে হবে। চিন্তায় পরিবর্তন আনতে। নিজেরাই করবো। প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। বহুমুখী সুযোগের সদ্ব্যবহার করে যুবকদের নিজের পায়ে দাঁড়াতে হবে।

এ সময় সরকারের দেয়া বহুমুখী সুযোগের সদ্ব্যবহার করে যুবকদের নিজের পায়ে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে। চাকরি ছাড়া পেশা হয় না-এ মানসিকতা বদলাতে হবে।

 

সূত্র:somoynews.tv – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

http://coxview.com/wp-content/uploads/2018/10/High-Court.jpg

পুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়: হাইকোর্ট

ফাইল ফটো অনলাইন ডেস্ক : রমজান মাসে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত দুই মাসের জন্য ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/