সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ

 

শওকত ইসলাম; রামু :

কক্সবাজারের রামু উপজেলার মেরংলোয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব বর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়েছে। বই উৎসবে ছাত্রীদের হাতে নতুন বই বিতরণ করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি।

১ জানুয়ারি সোমবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনজুমান আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর আজিজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শাহজাহান, প্রধান শিক্ষক মো. আজিজুল হক হেলালী, সহকারি শিক্ষক কনিকা পাল, সেলিনা আকতার, জয়শ্রী বড়ুয়া, নাসিমা খানম, রহিমা বেগম, নাসরিন আকতার, নাসিমা আকতার, রিনা বড়ুয়া, হারুন অর রশিদ প্রমূখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম বলেন, একসময় কয়েকজন মিলে একটি বই পড়ে পরীক্ষায় অংশ নিত। আবার অনেক পুরনো বই ফেরত দিয়ে সেই বই নতুন বছরে বিতরণ করা হতো। এখন বই নিয়ে এমন সংকট নেই বললেই চলে। বর্তমান সরকার শিক্ষাকে অনেক এগিয়ে নিয়েছে। এখন শিক্ষার সকল উপকরণ সহজলভ্য। শিক্ষার এ সুযোগ কাজে লাগিয়ে সবাইকে নতুন প্রজন্মকে সুশিক্ষা অর্জনের পথ সুগম করে দিতে হবে। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে বিদ্যালয়ে বই উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়াও রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম ও রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাজাহান আলি রামু বাঁকখালী উচ্চ বিদ্যালয়, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম চাকমারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন।

 

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/