সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / প্রাকৃতিক ও পরিবেশ / যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে আটজনের প্রাণহানী

যুক্তরাষ্ট্রে ঝড়ের আঘাতে আটজনের প্রাণহানী

যুক্তরাষ্ট্রে প্রবল ঝড়ে অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। বিধ্বস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানায়, শনিবার (১১ জানুয়রি) দেশটির আলাবামা, লুইজিয়ানা ও টেক্সাস রাজ্যে এসব প্রাণহানীর ঘটনা ঘটে। ঝড়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে ছিল আলাবামা।

এদিন বেশ কয়েকবার টর্নেডোর সতর্কতা সংকেত দেখানো হয়। বাতিল করা হয়েছে শিকাগোর প্রধান দু’টি বিমানবন্দরের শত শত ফ্লাইট।

এছাড়া, ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মিসৌরি, ওকলাহোমা ও আরাকানসাসও। তবে এসব এলাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

সূত্র: deshebideshe.com – ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ ! https://coxview.com/tree-200-years-rafiq-5-2-24-1/

কালের সাক্ষী ২০০ বছরের পুরনো তেলশুর গাছ !

লামা বন বিভাগের বমু রিজার্ভ ফরেস্টের পুকুরিয়াখোলা এলাকায় অবস্থিত বৃহৎ তেলশুর গাছ দুইটি।   মোহাম্মদ ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/