সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে আইসুলেশনে থাকা রোগিদের পাশে দাড়ালেন এমপি কমল

রামুতে আইসুলেশনে থাকা রোগিদের পাশে দাড়ালেন এমপি কমল

কামাল শিশির; রামু :

রামুর ৫০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের খাদ্য সামগ্রী দিয়ে সেবা করেছেন সাইমুম সরওয়ার কমল এমপি।

বৃহষ্পতিবার (২৮ মে) কক্সবাজার-৩ আসনের সাংসদ, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল বিভিন্ন খাদ্য সামগ্রীসহ কয়েকজন করোনাযোদ্ধা সহকর্মীদের নিয়ে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেডিকেটেড আইসোলেশন সেন্টারে হাজির হন।

সেখানে কর্মরত কর্মকর্তাদের হাতে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন। সাইমুম সরওয়ার কমল এমপি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্সদের সাথে কুশল বিনিময় করেন এবং হ্যান্ড মাইকের মাধ্যমে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীদের খবরা খবর নেন।

এসময় চিকিৎসাধীন করোনা আক্রান্ত রোগীরা এমপি কমলকে আইসোলেশন সেন্টারে টেলিভিশন, ফ্রিজ ও ওয়াইফাই সংযোগ দেয়ার আবেদন করলে সাইমুম সরওয়ার কমল এমপি শীঘ্রই ব্যবস্থা করার আশ্বাস দেন।

জানা গেছে, দেশে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। এমপি কমল ঘোষণা দিয়ে ছিলেন মানুষের সেবা করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হলেও তাঁর কোন দুঃখ থাকবে না। যেমন কথা তেমন কাজ এমপি কমল মানুষের সেবা করেই যাচ্ছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

চট্টগ্রামের পরিবেশ রক্ষায় শক্তিশালী কমিশন গঠন করার প্রস্তাব -এমএএফ’র সেমিনারে

  প্রেস বিজ্ঞপ্তি : প্রাকৃতিক সৌন্দর্য, আন্দোলন সংগ্রাম ও রাজনৈতিক সম্প্রীতির চারণভূমি চট্টগ্রাম। নানা কারণে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/