সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে গভীর রাতে দোকান পুড়ে ছাই : ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকা

রামুতে গভীর রাতে দোকান পুড়ে ছাই : ক্ষয়ক্ষতি দেড় কোটি টাকা

ফাইলফটো

কামাল শিশির, রামু :

প্রাণকেন্দ্র রামু চৌমুহনী স্টেশনে গভীর রাতে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এতে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-কাইছার কামাল শিমুলের পার্টস এর দোকান, শিপন বড়ুয়ার পার্টস ও প্লাষ্টিক সামগ্রীর দোকান, সমরের মুরগীর দোকান ও রতন শর্মার লন্ড্রী।

জানা গেছে, রাত ৩টার দিকে কাইছার কামাল শিমুলের পার্টস এর দোকানের পেছনে আগুনের সূত্রপাত হলে তা মূহুর্তে আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামু ও কক্সবাজার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অগ্নিকান্ডস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় এ চারটি দোকানের মালামাল।

কাইছার কামাল শিমুল জানিয়েছেন-কিভাবে আগুনের সূত্রপাত তা তিনি নিশ্চিত নন। তবে দোকানের পেছনেই আগুনের সূত্রপাত হয়। তিনি আরো জানান-এ অগ্নিকান্ডে তার দোকানের ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

খবর পেয়ে অগ্নিকান্ডস্থলে যান-রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু চৌমুহনী বণিক সমবায় সমিতির সভাপতি অধ্যাপক রফিকুল আলম চৌধুরী, সহ সভাপতি রুহুল আমিন রকি, সদস্য প্রকাশ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক সজল বড়ুয়া, সংস্কৃতি কর্মী ইসকান্দর মীর্জাসহ ব্যবসায়ি নেতৃবৃন্দ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/