সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / রামুতে মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত

রামুতে মাসিক উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা কমিটির সভা পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত

 

কামাল শিশির; রামু :
কক্সবাজারের রামু উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা নির্বাহী অফিসার আশারাফুল হাসানের সভাপতিত্বে ২৭শে ডিসেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদের হিমছড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।


বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন, রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার, রামু থানা অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত (ওসি) মোঃ আবু তাহের দেওয়ান, রামু ট্রাফিক ডি আই পলাশ, সাংবাদিক আমীর হোসাইন হেলালী, নুরুল ইসলাম সেলিম, নীতিশ বড়ুয়া, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক কোম্পানি, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান, চাকমারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বাবুল, কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মোহাম্মদ ইসমাইল নোমান, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম, রশিদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ডি শাহ আলম, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রিনা, মহিলা বিষয়ক অফিসার উম্মে সুরাইয়া আমিন, আনসার ভিডিপি অফিসার আরজিনা আকতার, ফায়ার সার্ভিসের অফিসার সুমেন বড়ুয়া, বিজিবি ৩০ ব্যাটালিয়ন রামু শহর ক্যাম্প ইনচাজ শাহ আলম, মেংরলোয়া রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিক, ইসলামী ফাউন্ডেশন সুপারভাইজার মোঃ সাইফুদ্দিন খালেদ, রাজারকুল রেঞ্জ অফিসার নাজমুল হোসেন, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স সহ আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।


সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আফসানা জেসমিন পপি বলেন রামু উপজেলার আইন শৃঙ্খলা অত্যান্ত ভালো আছে, আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন রকম বিশৃঙ্খলা ও নাশকতা করতে না পারে, সেইদিকে কঠোর নজরধারী রাখার জন্য আইন শৃঙ্খলার বাহিনীর প্রতি নির্দেশ প্রদানকরেন।


এছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রত্যেক ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীকে নজরধারীর মাধ্যামে সুদৃষ্টি রাখতে এবং মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে মোবাইল কোর্ট পরিচালনা করে মাদক মুক্ত করার লক্ষ্যে কাজ করার আহবান জানিছেন।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/