সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / লামায় সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

লামায় সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ

 

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম :
বান্দরবানের লামায় সেনা অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। লামা উপজেলার গজালিয়া সাব জোনের একটি সেনা টিম এই অভিযান পরিচালনা করেন। উপজেলার ফাইতং ইউনিয়নের ১নং ওয়ার্ড ছিয়ততলী এলাকার মালিচান পাড়ায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এই অভিযান চালানো হয়।


সেনা সূত্রে জানা, গোপন সংবাদের ভিত্তিতে ও আলীকদম জোনের জোন কমান্ডারের নির্দেশে বৃহস্পতিবার বিকেলে লামার দুর্গম মালিচান পাড়ায় অভিযান চালায় সেনা টিম। এসময় অবৈধভাবে মজুদ করা ২ শত ৫০ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়। মূল্যবান কাঠ জব্দ করে লামা বন বিভাগকে বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে।


লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাম জানান, সেনাবাহিনী কর্তৃক জব্দ কাঠ বন বিভাগকে বুঝিয়ে দেয়ার কার্যক্রম চলছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/