সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় এতিমখানা ও শিশু সদনে জেলা পরিষদের শীত কম্বল বিতরণ করেন ফাতেমা পারুল 

লামায় এতিমখানা ও শিশু সদনে জেলা পরিষদের শীত কম্বল বিতরণ করেন ফাতেমা পারুল 

শীত কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দবানের লামায় ৯টি শিশু সদন ও এতিমখানায় ৭৫০টি শীত কম্বল বিতরণ করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল। মুজিব শতবর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জি আর খাতের অর্থায়নে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ শীতার্ত মানুষের মাঝে এইসব শীত কম্বল বিতরণ করে।

বুধবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১২টায় লামা বাজারস্থ জেলা পরিষদ গেস্ট হাউজের ২য় তলায় বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য ফাতেমা পারুল। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলকী রাণী দাশ, ইউপি চেয়ারম্যান ছাচিং প্রু মার্মা, মিন্টু কুমার সেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিজয় কান্তি আইচ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. রফিক, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সহ প্রমূখ।

বিভিন্ন প্রতিষ্ঠানে শীত কম্বল বিতরণ করছেন জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল।

সূত্র জানায়, লামা উপজেলায় ৯টি প্রতিষ্ঠানে ৭৫০টি শীত কম্বল বিতরণ করা হয়। প্রতিষ্ঠান সমূহ হল, চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় আজিজনগর ৮০টি, মহামুনি শিশু সদন লামা পৌরসভা ৮০টি, মধুঝিরি নুরানী একাডেমী ও এতিমখানা ৫০টি, তাহফিজুল কোরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লামা সদর ইউপি ৮০টি, মেরাখোলা নুরানী তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা লামা সদর ইউপি ৮০টি, ত্রিশডেবা জীনামেজু অনাথ আশ্রম ফাঁসিয়াখালী ১৯০টি, সূর্য আলো শিশু সদন রুপসীপাড়া ৯০টি, রুংলন থারবা ছাত্রাবাস রুপসীপাড়া ৫০টি এবং ফাইতং নয়াপাড়া ইসলামী শিশু সদন ৫০টি।

প্রধান অতিথির বক্তব্যে ফাতেমা পারুল বলেন, সারাদেশে বইছে হাড় কাঁপানো শীত। এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে গরীব ও ছিন্নমূল মানুষ গুলোর কষ্ট বেড়েছে কয়েক গুণ। ছিন্নমুল এইসব মানুষের কথা ভেবে এই উদ্যোগ নেয় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

তিনি আরো বলেন, জাতির পিতার সোনার বাংলা ও জননেত্রী শেখ হাসিনার দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি। তাই পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর নির্দেশনায় আমরা অসহায়দের পাশে দাঁড়িয়েছি। এই সহায়তা অব্যাহত থাকবে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ; কক্সভিউ ডট কম; https://coxview.com/water-distribution-lama-mayor-rafiq-30-4-24-1/

তীব্র গরমে লামা পৌর মেয়রের পক্ষ থেকে জনসাধারণের মাঝে পানি বিতরণ

লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম এর পক্ষ থেকে লামা বাজারে জনসাধারণের মাঝে নিরাপদ পানি ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/