সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / লামায় মৌচাক কো-অপারেটিভ এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লামায় মৌচাক কো-অপারেটিভ এর ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাধারণ সভায় উপস্থিত অতিথি ও সাধারণ সদস্যরা।

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ সমবায় সমিতি “লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ” এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির ৩ সহস্রাধিক নারী ও পুরুষ সদস্য অংশ নেয়। মৌচাক সেক্রেটারী মোঃ হানিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান আব্দুর শুক্কুর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কালব্ লিঃ এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জোনাস ঢাকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ কালব্ লিঃ এর ভাইস চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, সেক্রেটারী আলফ্রেড রায়, মৌচাক এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ কালব্ লিঃ ট্রেজারার এম. জয়নাল আবেদীন।

আমন্ত্রিত অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, কালব্ লিঃ ‘ক’ অঞ্চলের ডিরেক্টর একরামুল হক, ‘গ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ আরিফ হাসান, ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ আব্দুল মান্নান লোটাস, ‘ঙ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ আরিফ মিয়া, ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর মোঃ হেলাল উদ্দিন, ‘জ’ অঞ্চলের ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার, কালব্ লিং এর জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) রোমেল এইচ ক্রুজ, কালব্ লিঃ এর প্রাক্তন ডিরেক্টর নূর মোহাম্মদ, মোঃ শফিউল আলম, মৌচাকের সাবেক চেয়ারম্যান এম. তমিজ উদ্দিন সহ প্রমূখ।

সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন অনুমোদন, ২০১৯-২০ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন, ২০২০-২১ সালের বাজেট অনুমোদন, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ ও অতিথিরা বক্তব্য প্রদান করেন।

মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ১৯৯২ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার (সকল বিভাগ মিলে)। সমবায় সমিতি’র উজ্বল আরেক দৃষ্টান্ত এই প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ২৮ কোটি টাকা।

সংগঠনটির প্রতিষ্ঠাতা এম. জয়নাল আবেদীন জানান, “টেকসই ক্রেডিট ইউনিয়ন” এই স্বপ্ন নিয়ে ‘সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুণগত সেবা নিশ্চিত করণ’ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর আজকের এই সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আরো নতুন নতুন হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে এই স্বপ্ন আমাদের।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুর শুক্কুর বলেন, মৌচাক বর্তমানে লামা উপজেলার পাশাপাশি সমগ্র বান্দরবান পার্বত্য জেলায় কাজ করে। এছাড়া পার্শ্ববর্তী চকরিয়া উপজেলায় আমাদের কার্যক্রম চলমান রয়েছে। লাভজনক এই প্রতিষ্ঠানটি প্রতি বছর সাধারণ সদস্যদের মাঝে তাদের লভ্যাংশ বন্টন করে দেয়। আমাদের চলমান সেবা সমূহ শেয়ার ও মূলধন সংগ্রহ, সাধারণ সঞ্চয়, শিশু সঞ্চয়, ডিপিএস, লাখপতি সঞ্চয়, বাধ্যতামূলক সঞ্চয়, উৎসব সঞ্চয়, প্রতিষ্ঠানিক সঞ্চয়, এফডি, মাসিক মূনাফা সঞ্চয় আমানত, পেনশন সঞ্চয় স্কীম, দৈনিক সঞ্চয়, ঝুঁকি মোকাবেলা সঞ্চয়, স্বপ্ননীড় সঞ্চয়, লাইভ সার্বিস বেনিফিট, বীমা সুবিধা, চিকিৎসা সহায়তা, বৃত্তি ও প্রশিক্ষণ।

উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতি ও সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি আরো ১ মেয়াদে সমিতির ব্যবস্থাপনা পরিষদের দায়িত্ব পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্বের ব্যবস্থাপনা কমিটির ডিরেক্টর সুলতান আহমদকে পরিবর্তন করে নতুন কমিটিতে থোয়াইনু মার্মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের; কক্সভিউ ডট কম; https://coxview.com/press-conference-election-sagar-30-4-24/

ঈদগাঁওতে চেয়ারম্যান পদে প্রার্থীতা প্রত্যাহার মমতাজুল ইসলামের

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদের ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/