সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / লামায় ২ অবৈধ পাথর আহরণকারীকে জেল

লামায় ২ অবৈধ পাথর আহরণকারীকে জেল

Zelমোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

নীল আকাশে সাদা মেঘের ভেলা, উত্তরের আকাশে সবুজ খাসিয়া-জৈন্তা পাহাড়। নীল আর সবুজের মধ্যখান থেকে সর্পিল গতিতে নেমে এসেছে পাহাড়ি নদী, খাল, ছড়া। কাকডাকা ভোরে শুরু হয় শত শত পাথর শ্রমিকের জীবন সংগ্রাম। কিন্তু বিপজ্জনক হয়ে উঠেছে পাথর কোয়ারীগুলো। পাথর উত্তোলন করতে গিয়ে বাড়ছে প্রাণহানি, বিপর্যয়ের ও হুমকীর মূখে পড়েছে পরিবেশ। ইতোমধ্যে লামা উপজেলায় মাটি খুঁড়ে পাথর সংগ্রহ করতে গিয়ে বিলীন হয়ে গেছে কয়েক হাজার পাহাড়।

অবৈধ পাথর আহরণ, পারমিট বিহীন পাথর সংগ্রহ, রাজস্ব ফাঁকি ও পরিবেশ বিপর্যয় ঠেকাতে লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট খালেদ মাহমুদ সোমবার বেলা ১০টায় লামা পৌরসভার ৯নং ওয়ার্ড হরিণঝিরি এলাকায় অভিযান চালায়। এসময় তিনি অবৈধ ২ পাথর আহরণ কারী মোঃ ইসমাইল (২৬) ও মোঃ মাসুদ (২৫)কে হাতেনাতে আটক করে নিয়ে আসেন। মোবাইল কোর্ট মাধ্যমে তাদের ৩দিনের বিনাশ্রম জেল দেয় নির্বাহী আদালত।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট খালেদ মাহমুদ বলেন, মাটি খুঁড়ে পাথর আহরণ পরিবেশের জন্য মারাত্মক হুমকী। এখন থেকে অবৈধ পাথর সংগ্রহকারী কাউকে ছাড় দেয়া হবেনা।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/