সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ক্রীড়া / শতকোটি ছাড়িয়ে যাবে বিএসএলের খরচ!

শতকোটি ছাড়িয়ে যাবে বিএসএলের খরচ!

Sports - BSLবাংলাদেশ সুপার লিগে (বিএসএল) অংশগ্রহণ করতে গিয়ে ৮ দলের খরচ হবে অন্তত একশ’ কোটি টাকা। ফ্রাঞ্চাইজি প্রতি বড় অংকের অর্থই খরচ হবে। আয়োজক সাইফ পাওয়ারটেক বলছে প্রতি দল সর্বোচ্চ ১০ থেকে ১২ কোটি টাকা খরচ করতে পারবে। সেই হিসাবে আনুমানিক শত কোটি ছাড়িয়ে যাবে ফ্রাঞ্চাইজি ফুটবল, বাংলাদেশ সুপার লিগে। তবে আয়োজকরা আগেই জানিয়ে দেবে ১২ কোটি টাকার বেশি খরচ করতে পারবে না। তার পরও অনেকের ধারণা ভালো দল করতে গিয়ে কেউ এই অংক ছাড়িয়ে যাবে।

ফ্রাঞ্চাইজি ফুটবলে ৮ দল অংশগ্রহণ করবে। বিভিন্ন নামে ৮ দল ক্রয় করবেন ক্রীড়া সংগঠকরা। তবে আয়োজকরা নির্ধারণ করে দেবেন কতো টাকার বেশি খরচ করা যাবে না। এই নিয়ে একটি আইনও করা হবে বলে জানা গেছে। তবে প্রতি দল নিয়ে ফ্লোর প্রাইস হতে পারে ২ কোটি টাকা। দর উঠবে এখান থেকে।

বড় অংকের অর্থ খরচ হবে বিদেশি কোচ, বিদেশি খেলোয়াড়দের পেছনে। কারণ কোচ এবং খেলোয়াড় আনা হবে ইউরোপ এবং ল্যাতিন আমেরিকা অঞ্চল হতে, জানিয়েছেন সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।

তিনি বলেন,‘ভালো মানের ফুটবলার না আনা হলে মাঠে দর্শক আসবে না। দর্শক যেন খেলা দেখে আনন্দ পায় এবং সেটার রেশ যেন বাড়ি পর্যন্ত থাকে। চোখে লাগার মতো ফুটবলার আসলে স্টেডিয়ামে এবং টিভির সামনে বসা পর্দায় দর্শক উন্মাদনা থাকবে।’

একজন ফুটবলারের ফ্লোর প্রাইস হতে পারে ৪০ থেকে ৫০ হাজার ডলার। সাত জন বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করা যাবে ৫ জন খেলতে পারবে সেরা একাদশে। সাথে থাকবে দেশি ফুটবলার।

ফ্রাঞ্চাইজি ফুটবলের জন্য ইউরোপ থেকে কোচ আনা হবে। প্রত্যেক দলেই থাকবেন বিদেশি কোচ। বিদেশি কোচদের জন্য ফ্লোর প্রাইস থাকবে ৮০ হাজার ডলার। চূড়ান্ত না হলেও প্রাথমিক পরিকল্পনা নিয়ে আয়োজক কর্মকর্তারা এগিয়ে যাচ্ছেন।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন,‘ফ্রাঞ্চাইজি ফুটবলে ৮ দল খেলবে হোম এন্ড অ্যাওয়ে পদ্ধতিতে। খেলোয়াড়, কোচের পারিশ্রমিক, অনুশিলন, আবাসন ব্যবস্থা, ঢাকার বাইরে ভেন্যুতে যাওয়া-আসার খরচও কম না। বড় অংকের বাজেট নিয়েই নামতে হবে। ১০/১২ কোটি টাকা তো কিছুই না।’

নভেম্বরে ফ্রাঞ্চাইজি ফুটবল হওয়ার কথা ছিল। কিন্তু সেটা একটু পিছিয়ে যাবে। কারণ তখন ফ্রাঞ্চাইজি ক্রিকেট বিপিএল রয়েছে। তরফদার রুহুল আমিন বলেন,‘আমরা ভেবে দেখলাম বিপিএলটার সাথে আমাদের টুর্নামেন্টের আয়োজনটা কাছাকাছি সময় হচ্ছে। আমরা সেটাকে আরেকটু পিছিয়ে দিচ্ছি।’

সূত্র: প্রিয়ডটকম,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন, #https://coxview.com/quantum-cosmo-school-and-college-sports-rafiq-2-10-23/

কোয়ান্টাম কসমো স্কুলের হ্যান্ডবল টিম জাতীয় চ্যাম্পিয়ন

  মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : সিলেটে অনুষ্ঠিত ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হ্যান্ডবল ফাইনাল ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/