সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সাংস্কৃতিক ও বিনোদন / সব রেকর্ড ছাড়িয়ে যাবে রজনীকান্তের ‘কাবালি’

সব রেকর্ড ছাড়িয়ে যাবে রজনীকান্তের ‘কাবালি’

Kabali

৯০ কোটি ব্যয়ে নির্মিত ভারতের সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’ মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করেছে সাড়ে ৪২ কোটি রুপি। যা ভারতীয় সিনেমায় সর্বকালের ইতিহাসে রীতিমত রেকর্ড। এ ছাড়াও পরিসংখ্যানের দিক দিয়ে তামিল, তেলেগু ও বলিউডের সবচেয়ে বেশি আয় করা সিনেমাগুলোর রেকর্ডও পেছনে ফেলে দিতে পারে ছবিটি, মুক্তির প্রথম দিনে যেন সেই পূর্ভাবাসই দিল ‘কাবালি’।

শেষ পর্যন্ত অনুমান নির্ভর কথাটায় সত্যে পরিণত হলো। হ্যাঁ, মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ডের জন্ম দিল ভারতের দক্ষিণী সুপারস্টার অভিনেতা রজনীকান্তের আলোচিত সিনেমা ‘কাবালি’। শুধু ভারতেই নয়, মালয়েশিয়া, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্যসহ আমেরিকায়ও সমানতালে বাণিজ্য করেছে ছবিটি। এসব দেখে মনে হচ্ছে সত্যিই ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে রজনীকান্তের ‘কাবালি’।

রজনীকান্ত, রাধিকা আপ্তে এবং ধানসিকা অভিনীত ‘কাবালি’ শুক্রবার ভারতে বিভিন্ন অঞ্চেলের প্রায় ৪০০০ সিনেমা হলে ‍মুক্তি পেয়েছে। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি মুক্তি পেয়েছে প্রায় ১০০০ প্রেক্ষাগৃহে। সব মিলিয়ে প্রায় পাঁচ হাজারেরও বেশি সিনেমা হলেও মুক্তি পাওয়া ছবিটি মুক্তির প্রথম দিনে শুধু ভারতেই আয় করেছে সাড়ে ৪২ কোটি রুপি। যা সদ্য মুক্তি পাওয়া বলিউডের আলোচিত সিনেমা ‘সুলতান’-এর চেয়েও বেশি।

মুক্তির প্রথম দিনে ভারতে সাড়ে ৪২ কোটি আয় ছাড়াও বিশ্বব্যাপী ছবিটি প্রথম দিনে আয় করেছে প্রায় তেরো কোটি রুপি। এরমধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে বেশি আয় করেছে ছবিটি। শুধু তাই না, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রে চলতি সপ্তাহের সমস্ত টিকেট এরইমধ্যে বিক্রিও হয়ে গেছে। সব মিলিয়ে ভারতের বাইরে থেকেও পুরো সপ্তাহে ‘কাবালি’ আয় করতে যাচ্ছে রেকর্ড পরিমাণ।

অন্যদিকে মুক্তির আগেই রেকর্ড পরিমাণ আয় করেছে ‘কাবালি’। প্রযোজকের মতে তার ছবিটি মুক্তির আগেই অন্তত ২০০ কোটি রুপি আয় করতে সমর্থ হয়। এরমধ্যে হিন্দি ভার্সনে মুক্তি বাবদ সাড়ে ১৫ কোটি রুপি, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ তেলেঙ্গানা, তামিল নাড়ুসহ স্যাটালাইট ও অডিও সত্ত্ব বাবদ প্রায় দেড়শো কোটি রুপি আয় করে ছবিটি।

মাত্র নব্বই কোটি রুপিতে নির্মিত ‘কাবালি’র চারদিকে এমন জয়জয়কার দেখে উল্লসিত ‘কাবালি’র প্রযোজক। তার মতে রজনীকান্তের ‘কাবালি’ অন্তত ৫০০ কোটি রুপি আয় করবে। এমনকি এই ছবিটি বলিউডের পিকে, বজরঙ্গি ভাইজান আর বাহুবলীর রেকর্ডকেও ছাড়িয়ে যেতে পরে বলে সম্ভাবনার কথা জানালেন তিনি।

অন্যদিকে দক্ষিণ ভারতে রজনীকান্তের ছবিটি নিয়ে যে পাগলামি শুরু হয়েছে তাও দেখার মত। কারণ রজনীকান্তের সিনেমা মুক্তি উপলক্ষ্যে প্রথম দিনে ঘোষণা অনুযায়ি বন্ধ ছিল বেশকিছু অফিস। কারণ অতীতে রজনীর সিনেমা মুক্তির সময় কর্মাচারিদের অফিস ফাঁকি দেয়া থেকেই নাকি এ শিক্ষা নিয়েছেন মালিক শ্রেণি। তাই এবার রজনীর ছবি উপলক্ষ্যে শুধু অফিস ছুটিই দেননি, সাথে ছবি দেখার পয়সাটাও অফিস দিয়েছে!

সূত্র:deshebideshe.com

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/10/Entertainment-Mozib.jpg

মুক্তির অপেক্ষায় ‘মুজিব’

  অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/