সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা…

হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা…

Bhabnaপাহাড়ের বুক চিড়ে জল পড়ছে। ঝরণার আশেপাশে শত শত মানুষের ভিড়। উত্সুক চোখ। পাশে দাড়িয়ে জনতার কান্ড দেখছেন ভাবনা। ‘ভয়ংকর সুন্দর’ টিম তখন মাধবকুন্ডে। শুটিংয়ের প্রস্তুতি চলছে। ভিড় কমলেই শুটিং শুরু হবে। কিন্তু জনতার চোখ ঝরণা ছাপিয়ে নায়িকার উপর পড়ে। আরে ওকে টিভিতে দেখেছিনা!

শুটিংয়ের যোগাড়যন্ত্র দেখে লোকজন শেকড় বেঁধে দাড়িয়ে গেল। অনেক চেষ্টায় যখন তাদের সরানো হলো তখন পড়ন্ত বিকেল। প্রোডাকশন বয়রা ‘সান গেলো’, ‘সান গেলো’ বলে হা হুতাশ করতে থাকলো। ভাবনা-নায়ক রেডি। নায়িকার গায়ে লাল টকটকে শাড়ি। ভেজা চুল। চুলগুলো লুটোপুটি খাচ্ছে কপালে, গালে। প্লেয়ারে গান বাজানো হলো-হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা…। না না এটা গানের কথা নয়। গানের কথা ভাবনা ফাঁস করতে চাইলেন না বলে এ গান। কল্পনা করে নিন। সত্যিইতো লালে লাল ভাবনা। পরমও তাই। হাওয়ায় জলে হিম হিম ঠান্ডায় নাচলেন ভাবনা ও পরমব্রত।

শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন, ‘এটিই আমার প্রথম সিনেমা। লিপে গান করেছি। এভাবে গান করবো ভাবিনি আগে। মাধবকুন্ডে প্রথম শুট করেছি। ঝরণায় শর্ট দিতে আরাম পেয়েছি। শুটিংয়ে এতোটাই মজে ছিলাম যে পা কেটে মাংস উঠে গেছে তবুও টের পাইনি!’

– বাংলাদেশপ্রেস,ডেস্ক।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/