সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / ২০৪১-এ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লামায় যুব দিবস পালন

২০৪১-এ উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে লামায় যুব দিবস পালন

Youth Day - Rafiq - Lama 01-11-2015 (news & 3pic) f1  (3)মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা :

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা প্রশাসনের সহায়তায় ১ নভেম্বর রবিবার বেলা ১২টায় আয়োজন করা হয় যুব র‌্যালী ও আলোচনা সভার। “জেগেছে যুব, জেগেছে দেশ লক্ষ্য ২০৪১-এ উন্নত বাংলাদেশ” স্লোগানকে মূলমন্ত্র মেনে লামায় পালিত হল জাতীয় যুব দিবস ২০১৫।

যুব র‌্যালীত্তোর আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ।

এসময় আরো ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদ আকতার, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, সমবায় কর্মকর্তা মাহাবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা আব্বাস উদ্দিন সেলিম, প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক এসকে খগেশপ্রতি চন্দ্র খোকন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ যুব উদ্যোক্তা, যুব ঋণ গ্রাহক, নারী নেত্রী বৃন্দরা।

Youth Day - Rafiq - Lama 01-11-2015 (news & 3pic) f1  (5)আলোচনায় প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, দক্ষ যুব সমাজ একটি দেশের মূল ভিত্তি। যাদের উপর ভর করে নির্মিত হয় জাতীয় অর্থনীতির ভীত। যুব ঋণের সুফল হিসেবে আজ সারাদেশে লক্ষ লক্ষ যুব সমাজ নিজেকে উদ্যোক্তা হিসেবে তৈরি করে স্বনির্ভর হয়েছে। যার প্রমাণ আজকের অনুষ্ঠানে উপস্থিত আত্মকর্মীরা। তাদের সফলতার কথায় আজ অনুষ্ঠানকে আলোকিত করেছে। বাকী সবাই এদের দেখে অনুপ্রাণীত হয়ে নিজেদের গড়ে তুলবে। তাতেই গড়বে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ২০৪১-এ উন্নত বাংলাদেশ।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

https://coxview.com/wp-content/uploads/2023/01/BGB-Rafiq-24-1-23.jpeg

বিপুল পরিমাণ পপিক্ষেত ধ্বংস করল বিজিবি

মোহাম্মদ রফিকুল ইসলাম; লামা-আলীকদম : পার্বত্য জেলা বান্দরবানে থানচি উপজেলা গহীণ অরণ্যে মাদক দ্রব্য প্রস্তুতকারক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/