সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ৭ মে অনুষ্ঠিতব্য চকরিয়ার ৬ ইউপি নির্বাচনে প্রতিক পেলেন ২৮৯ চেয়ারম্যান-মেম্বার প্রার্থী

৭ মে অনুষ্ঠিতব্য চকরিয়ার ৬ ইউপি নির্বাচনে প্রতিক পেলেন ২৮৯ চেয়ারম্যান-মেম্বার প্রার্থী

বিদ্রোহী নিয়ে বেকায়দায় আওয়ামীলীগ

Election - 8 (a)

মুকুল কান্তি দাশ; চকরিয়া :

আগামী ৭ মে চতুর্থ ধাপে অনুষ্টিতব্য চকরিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মাঝে মঙ্গলবার প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রির্টানিং কর্মকর্তারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দিয়েছেন। ছয় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১জন ও সংরক্ষিত এবং সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২৫৮জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢেমুশিয়া ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা মো.আতিক উল্লাহ বলেন, ঢেমুশিয়া ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামীলীগ মনোনিত ও বর্তমান চেয়ারম্যান রুস্তম আলী (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী নুরুল আলম জিকু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন (চশমা), মোঃ কায়েস (আনারস) ও ফরিদুল আলম (মটর সাইকেল)। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন এবং সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৩২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বিএমচর ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সুজন কাননগো বলেন, বিএমচর ইউনিয়নে প্রতীক পেয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বদিউল আলম (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী এসএম জাহাঙ্গীর আলম (আনারস), শহীদুল ইসলাম (মটর সাইকেল) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ ওয়াজ উদ্দিন (হাতপাখা)। একই সাথে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৩৯ প্রার্থীকে বরাদ্দ দেয়া হয়েছে প্রতীক।

পূর্ববড় ভেওলা ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.খুরশিদুল আলম চৌধুরী বলেন, পূর্ববড় ভেওলা ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী কক্সবাজার জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল আরিফ দুলাল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা নাছির উদ্দিন নোবেল (আনারস) ও জাতীয় পাটির (এরশাদ) মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম (লাঙ্গল)। একই সাথে ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ৪৫ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

বদরখালী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সাইফুর রহমান বলেন, বদরখালী ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী আহছানুল কাদের চৌধুরী সাব্বির (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী (মোটর সাইকেল), খাইরুল বশর (আনারস), আবু নঈম মোহাম্মদ হেফাজ (চশমা) ও আবুল কাশেম (টেলিফোন)। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন ও সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

কোনাখালী ইউনিয়নের রির্টানিং কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী মোর্শেদ আলম বলেন, কোনাখালী ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েছেন চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী ইমরুল হাসান হান্নান (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মোক্তার আহমদ (ঘোড়া), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী ও সাবেক চেয়ারম্যান রুহুল কাদের মানিক (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক মধু (আনারস)। একই সাথে সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪৪ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেন বলেন, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে প্রতীক বরাদ্দ পেয়েছেন আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা (নৌকা), বিএনপি মনোনিত প্রার্থী ও মাতামুহুরী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ হেফাজতুর রহমান টিপু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাহাবউদ্দিন (আনারস), ছলিম উল্লাহ (রজনীগন্ধা), এসএম ছরওয়ার আলম (মটর সাইকেল) ও ওসমান গণি (টেলিফোন)। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন ও সাধারণ ওয়ার্ডে মেম্বার পদে ২৬জনকে দেয়া হয়েছে প্রতীক বরাদ্দ।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে উপকূলীয় ৬ ইউনিয়নে প্রতিটিতেই বিদ্রোহী প্রার্থী থাকায় বেকায়দায় পড়েছে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতায় নামা আওয়ামীলীগ মনোনিত প্রার্থীরা। পক্ষান্তরে কোনাখালীতে বিদ্রোহী থাকলেও অপর ৫টি ইউনিয়নে একক প্রার্থী হওয়ায় বিএনপি মনোনিত প্রার্থীরা ধানের শীষ নিয়ে প্রচারণায় অনেকাংশেই সুবিধাজনক অবস্থানে রয়েছে।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁও উপজেলা নিবার্চন থেকে ২ চেয়ারম্যান ও ১ ভাইস চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ালেন

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন থেকে ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/