সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / সীমা চন্দ্র নম’র কবিতা

সীমা চন্দ্র নম’র কবিতা

সত্য প্রেম

সত্য প্রেমে কত যে ভয়

মিথ্যা প্রেমে নেই কোনো সংশয়।

সত্য প্রেমে থাকে হারানোর ভয়;

মিথ্যা প্রেমে সবর্ত্র হয় জয়

সত্য প্রেমকে এই পরাজয়

মেনে নিতে হয়।

বর্তমানে নকল প্রেমে

খায় নাতো কেউ ছেকা;

ছলনাময় প্রেম একটা গেলে

আসে আরেকটা চলে,

মিথ্যা প্রেমে নেই কোনো টেনশন

মিথ্যা প্রেমে পায় হাজরো পেনশন।

এখনতো আর লাইলি মজনু

দেখা তো আর যায় না,

এখন তো আর প্রেমের জন্য

ফাস কেই আর খায়না

তবুও সবাই সত্য প্রেমকে

আকড়ে ধরে রাখ।

ক্ষত

রক্তের মত জমাট বাধা হৃদয়ের যন্ত্রণা

আজ অবধি দেয়নি কেউ শান্তনা।

এক একটি আঘাত ছুটে আসে তীব্র বেগে,

পুরো কায়া ঢেকে গেছে কালো মেঘে

বিন্দু বিন্দু ক্ষত-

আজ পরিণত হয়েছে বিশাল ক্ষতে;

একের পর এক প্রবঞ্জনের আঘাতে

আমি তো নেই আর আগের মত।

তুমি আসিবে বলে

তুমি আসিবে বলে,

ফুলের বাগান ভরে গিয়েছিল মুকুলে;

ফুল ফুটবে বলে।

তুমি আসিবে বলে,

লাল গোলাপের বেধেছি খোপা।

তুমি আসিবে বলে,

গেঁথেছি বকুলের মালা।

তুমি আসিবে বলে,

এসেছে বসন্তের দক্ষিনা হাওয়া ঘরে,

তুমি আসিবে বলে,

রাতের তারাগুলো দিয়েছে আলো।

তুমি আসিবে বলে,

বসন্তের কুকিল ডাকিছে কুহু-কুহু।

তুমি আসিবে বলে,

জেগে রয়েছি সারা রজনী।

তুমি আসিবে বলে,

ঝিঝিপোকাগুলো ডাকিছে বারবার।

Share

Leave a Reply

Advertisement

x

Check Also

ঈদগাঁওতে উৎসবমুখর ভোটগ্রহণ : নারী ভোটারদের উপস্থিতি : অপ্রীতিকর ঘটনা ঘটেনি

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ, ইসলামপুর ও ঈদগাঁও ইউনিয়নে ব্যাপক ...

https://coxview.com/coxview-com-footar-14-12-2023/